নিজস্ব প্রতিবেদন : সমুদ্র, গঙ্গা সহ বিভিন্ন নদনদীতে বিশাল বিশাল আকৃতির মাছ (Giant Fish) মাঝে মাঝেই মৎস্যজীবীদের জালে উঠতে দেখা যায়। ঠিক সেই রকমই এবার নদীয়ায় একটি ৩৫ কেজি ওজনের কাতলা মাছ উঠলো ভাগীরথী নদী থেকে। এক মৎস্যজীবীর জালে ওই মাছ ওঠে। আর সেই বিশালাকৃতির মাছটি ওঠার পর ওই মৎস্যজীবী গোঁ ধরে বসে আছেন, যতক্ষণ না তার মনোমতো দাম উঠবে ততক্ষণ তিনি তা বেচবেন না।
৩৫ কেজি ওজনের এমন কাতলা মাছ ওঠার ঘটনাটি ঘটেছে নদীয়ার (Nadia) শান্তিপুর গবার চর এলাকার ভাগীরথী নদীতে। গৌতম বিশ্বাস নামে এক মৎস্যজীবী ভাগীরথীতে জাল ফেলেছিলেন মাছ ধরার জন্য। ঘটনার দিন ওই মৎস্যজীবীর ভাগ্য বেশ ভালই ছিল। কেননা প্রথমে তিনি একটি ১০ থেকে ১২ কেজি ওজনের কাতলা মাছ জালে ফেলতে সক্ষম হন। আর এরপরেই ৩৫ কেজি ওজনের দ্বিতীয় কাতলা মাছটি জালে ফেলেন।
৩৫ কেজি ওজনের কাতলা মাছ জালে পড়ার খবর ছড়িয়ে পড়তেই বিভিন্ন জায়গা থেকে মানুষ ভিড় জমাতে শুরু করেন মাছটি দেখার জন্য। মাছটি দেখার জন্য ভিড় জমাতে শুরু করার পাশাপাশি অনেকেই তা কেনার ইচ্ছে প্রকাশ করেন। কিন্তু গৌতম বিশ্বাস সুযোগ বুঝে কোপ মারছেন। সামনেই জামাইষষ্ঠী, জামাইষষ্ঠীর আগে সব জিনিসের দামি চড়া হয়। এই কথা মাথায় রেখে তিনি তার মনোমতো দাম না পেলে ওই মাছ বিক্রি করবেন না বলেই গোঁ ধরে বসে আছেন।
আরও পড়ুন : Fishing tricks: এইভাবেও মাছ ধরা যায়! খুদের কেরামতি লজ্জায় ফেলবে বড়দেরও
গৌতম বিশ্বাস ওই মাছটির দাম রেখেছেন ২০ হাজার টাকা। হিসাব অনুযায়ী প্রতি কিলোর দাম দাঁড়াচ্ছে ৫৭০ টাকা। আর এই দাম না পেলে তিনি ওই মাছ বিক্রি করবেন না বলে জানিয়েছেন। এর আগেও এই ধরনের বড় বড় মাছ জালে ওঠার পর মৎস্যজীবীদের গোঁ ধরে বসে থাকতে দেখা গিয়েছে। অনেকেই আছেন যারা মনের মত দাম না পেলে মাছ বিক্রি করবেন না বলেই জানান।
ভাগীরথী নদী থেকে এর আগেও বিশাল বিশাল আকৃতির মাছ জালে উঠেছে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, বিশাল আকৃতির বিভিন্ন মাছ উঠলেও এর আগে কোন দিন ৩৫ কিলো ওজনের কাতলা মাছ উঠেছিল কিনা তারা মনে করতে পারছেন না।