কপালে হাত অনুব্রতর! এত কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : গরু পাচার কাণ্ডে গত বছর রাখি পূর্ণিমার দিন গ্রেপ্তার হয়েছেন বীরভূমের দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। সিবিআই-এর হাতে গ্রেপ্তার হওয়ার পর আবার গ্রেপ্তার হন ইডির হাতে। এখন এই দাপুটে তৃণমূল নেতা রয়েছেন তিহার জেলে (Tihar Jail)। তবে গরু পাচার কাণ্ডে কেবলমাত্র তিনি এখন তিহারে বাস করছেন এমন নয়, পাশাপাশি বাস করছেন তার মেয়ে সহ একাধিক ঘনিষ্ঠরা। এইরকম পরিস্থিতিতে যখন রাত দিন দুশ্চিন্তার মধ্য দিয়ে পার হচ্ছে সেই সময় আরও দুঃসংবাদ অনুব্রতর জন্য।

Advertisements

শুধু দুঃসংবাদ বললে ভুল হবে, কারণ এবার অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে ইডি এমন পদক্ষেপ গ্রহণ করল যাতে তার কপালে হাত পড়েছে। কারণ অনুব্রত মণ্ডলের কোটি কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে দিল ইডি। শুধু অনুব্রত মণ্ডল নয়, এর পাশাপাশি ইডির তরফ থেকে সম্পত্তি বাতিল করা হয়েছে অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনিশ কোঠারিরও।

Advertisements

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল কত সম্পত্তি করেছেন তার তদন্ত করতে গিয়ে জানিয়েছে, ৪৮ কোটি টাকার সম্পত্তির পাহাড় তৈরি করেছিলেন অনুব্রত মণ্ডল গরু পাচারের টাকা থেকে। চার্জশিটে এমনটাই উল্লেখ করা হয়। চার্জশিটে এমন উল্লেখ করার পর এবার অনুব্রত মণ্ডলের সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো পদক্ষেপ নিল ইডি।

Advertisements

আরও পড়ুন : অনুব্রত মন্ডলের ‘খেলা হবে’ গানের তালে নেচে ভাইরাল বৃদ্ধা

সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে ইডি সূত্রে জানা গিয়েছে, ১১ কোটি ৫৬ লক্ষ টাকা অ্যাটাচ করা হয়েছে। এর পাশাপাশি অনুব্রত মন্ডলের ২৫ টি অ্যাকাউন্ট অ্যাটাচ করা হয়েছে। এছাড়াও অনুব্রত মণ্ডলের হিসাব রক্ষক মনীষ কোঠারির ২৬ লক্ষ টাকার সম্পত্তি অ্যাটাচ করা হয়েছে। অ্যাটাচ করা হয়েছে সুকন্যা মণ্ডল এবং অনুব্রত মণ্ডলের প্রয়াত স্ত্রী ছবি মন্ডলের সম্পত্তি এবং অ্যাকাউন্ট।

তবে এই প্রথম নয়, এর আগেও অনব্রত মণ্ডলের ১৭ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল সিবিআই। বিপুল পরিমাণ সেই সম্পত্তি বাজেয়াপ্ত করার পর এবার দ্বিতীয় ধাপেও বিপুল পরিমাণ সম্পত্তি বাজেয়াপ্ত হল অনুব্রত মণ্ডলের।

Advertisements