বিশাল সুখবর, নতুন ৩ ধরনের বন্দে ভারত আনছে ভারতীয় রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় রেল (Indian Railways) প্রতিনিয়ত দেশবাসীকে উন্নত থেকে উন্নততর পরিসেবা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছে। প্রতিনিয়ত দেশের বিভিন্ন ট্র্যাকে চলা ট্রেনগুলির উন্নতির পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে বিভিন্ন রেলস্টেশন। ভারতীয় নাগরিকদের ভালো পরিষেবা দেওয়ার জন্য ইতিমধ্যেই দেশের বিভিন্ন রুটে চালু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।

Advertisements

ইতিমধ্যে দেশে ১৭টি বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন রুটে চলাচল করছে। তবে এই সকল ট্রেনগুলির একটিতেও স্লিপার ক্লাস অর্থাৎ শুয়ে যাওয়ার বন্দোবস্ত নেই। যে কারণে যাত্রী স্বাচ্ছন্দ অনেক বেশি থাকলেও শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেসের মত ট্রেনগুলির সমতুল্য হতে পারছিল না বন্দে ভারত এক্সপ্রেস। এবার এই ক্ষেত্রে পরিবর্তন আনার পাশাপাশি তিন ধরনের বন্দে ভারত আসছে বলে জানালেন খোদ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)।

Advertisements

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানান, আগামী তিন চার বছরের মধ্যে ভারতীয় রেলের উন্নতিকরণ পৌঁছে যাবে উচ্চ শিখরে। বিভিন্ন দিক দিয়ে উন্নতি করার পর দেশের প্রতিটি ট্রেনের গতিবেগ বৃদ্ধি পাবে। ট্রেন দেশীয় ট্র্যাকে ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম হবে। পরিবহন ব্যবস্থায় আসবে যুগান্তকারী পরিবর্তন।

Advertisements

তিন ধরনের বন্দে ভারতের কথা বলতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ভারতের ট্র্যাকে আগামী দিনে ছুটবে বন্দে ভারত চেয়ারকার (বর্তমানে যেগুলি ছুটছে), বন্দে ভারত স্লিপার্স এবং বন্দে ভারত মেট্রো। দূরত্ব এবং যাত্রী স্বাচ্ছন্দের উপর ভিত্তি করে তিন ধরনের বন্দে ভারত চালানো হবে। কোন কোন দূরত্বের ক্ষেত্রে কোন ধরনের বন্দে ভারত চালানো হবে তাও জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

১০০ কিলোমিটারের কম দূরত্ব অতিক্রম করার ক্ষেত্রে চালানো হবে বন্দে ভারত মেট্রো। লোকাল ট্রেনের পরিবর্তে বন্দে ভারত মেট্রো চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল। ১০০ কিলোমিটার থেকে ৫৫০ কিলোমিটার দূরত্ব রয়েছে এইরকম লাইনে চালানো হবে বন্দে ভারত চেয়ারকার। অন্যদিকে ৫৫০ কিলোমিটারের বেশি দূরত্বের রাস্তা অতিক্রম করবে বন্দে ভারত স্লিপার্স। আগামী বছর মার্চ মাসের মধ্যেই এই তিন ধরনের ট্রেন ট্র্যাকে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জুন মাসের মধ্যে দেশের প্রতিটি রাজ্যে অন্ততপক্ষে একটি করে বন্দে ভারত ছুটবে বলে জানানো হয়েছে।

Advertisements