Train Accident History: মমতা থেকে লালু, কোন রেলমন্ত্রীর আমলে কতবার দুর্ঘটনার কবলে পড়েছিল রেল

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি করমণ্ডল দুর্ঘটনার (Coromandel Accident) পর নতুন করে নিরাপত্তা নিয়ে রেলের দিকে আঙ্গুল তুলছেন সাধারণ মানুষ। সাধারণ মানুষ নিরাপত্তা প্রসঙ্গে রেলের দিকে আঙ্গুল তোলার পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলি কেন্দ্র সরকারকে কাঠগড়ায় তুলেছে। কেননা এই ট্রেন দুর্ঘটনা শতাব্দীর সবচেয়ে বড় ট্রেন দুর্ঘটনা হিসাবে পরিগণিত হয়েছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২৮৮ এবং আহতের সংখ্যা এক হাজারের বেশি।

Advertisements

শতাব্দীর সবচেয়ে বড় রেল দুর্ঘটনা সম্প্রতি ঘটে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আমলে। কিন্তু এই প্রথম এত বড় ট্রেন দুর্ঘটনা হলো এমন নয়। এর আগেও বিভিন্ন রেলমন্ত্রীর আমলে একাধিকবার বড় বড় ট্রেন দুর্ঘটনার মুখোমুখি হয়েছে ভারত (Rail Accident in India)। সে রেল মন্ত্রী থাকা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল হোক অথবা লালু প্রসাদ যাদব।

Advertisements

অশ্বিনী বৈষ্ণব : সম্প্রতি ঘটে যাওয়া বালেশ্বর রেল দুর্ঘটনা ছাড়াও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের আমলে ২০২১-২২ সালে মোট রেল দুর্ঘটনা হয়েছে ৩৫টি। মৃতের সংখ্যা ১৭। আহতের সংখ্যা ৬৪। ২০২২-২৩ অর্থবর্ষে মোট রেল দুর্ঘটনা হয়েছে ৪৮টি। মৃত এবং আহতের সংখ্যা যথাক্রমে ৮ ও ৪৭।

Advertisements

পীযূষ গয়াল : পীযূষ গয়াল রেলমন্ত্রী থাকাকালীন ২০১৭-১৮ সালে মোট ট্রেন দুর্ঘটনা ঘটেছে ৭৩টি। মৃত্যু ও আহতের সংখ্যা যথাক্রমে ৫৮ ও ১৯৪। ২০১৮-১৯ সালে মোট রেল দুর্ঘটনা ঘটে ৫৯টি। মৃত্যু হয়েছিল ৩৭ জনের। আহতের সংখ্যা ছিল ১১২ জন। ২০১৯-২০ সালে রেল দুর্ঘটনা ঘটে ৫৫টি। ওই বছরে মৃত্যু হয়েছিল ৫ জনের এবং আহতের সংখ্যা ৮২ জন। আবার ২০২০-২১ সালে রেল দুর্ঘটনা ঘটে মাত্র ২২টি। মৃত্যু হয়েছিল ৪ জনের। আহত হন ১১ জন।

সুরেশ প্রভু : ২০১৪ সালের নভেম্বর মাস থেকে ২০১৭ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত তিনি রেলমন্ত্রী ছিলেন। তার আমলে মোট রেল দুর্ঘটনা হলো ৩৪০ টি। এই রেল দুর্ঘটনায় মৃত ও আহতের সংখ্যা যথাক্রমে ৬৫২ জন এবং ১০১৩ জন।

২০১২ সালের মার্চ মাস থেকে ২০১৬ সালের নভেম্বর মাস পর্যন্ত রেল মন্ত্রকের দায়িত্ব সামলে ছিলেন মুকুল রায়, পবন কুমার বনশাল, মল্লিকার্জুন খড়্গে, ডিভি সদানন্দ। তাদের আমলে মোট রেল দুর্ঘটনার সংখ্যা হল ২৪০ টি। এই সকল রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ২১৯ এবং আহতের সংখ্যা ছিল ৬১৫।

মমতা ব্যানার্জি এবং দীনেশ ত্রিবেদী : ২০০৯ সালের মে মাস থেকে ২০১২ সালের মার্চ মাস পর্যন্ত রেল মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে ছিলেন মমতা ব্যানার্জি এবং দীনেশ ত্রিবেদী। তাদের আমলে ঘটে যাওয়া মোট রেল দুর্ঘটনার সংখ্যা ৪৩৭। এই সকল রেল দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা ছিল ৯৩৮ এবং আহতের সংখ্যা ছিল ১৫৭৪। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৯ সালের অক্টোবর মাস থেকে ২০০১ সালের মার্চ মাস পর্যন্ত রেলমন্ত্রী ছিলেন। সেই সময়ও প্রচুর দুর্ঘটনা ঘটেছিল।

লালু প্রসাদ যাদব : ২০০৪ সালের মে মাস থেকে ২০০৯ সালের মে মাস পর্যন্ত পুরো পাঁচ বছরের জন্য রেলমন্ত্রী ছিলেন লালু প্রসাদ যাদব। তার আমলে রেল দুর্ঘটনা ঘটেছে ১০৩৪টি। এই সকল রেল দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১১৫৯। আহতের সংখ্যা ছিল ২২৯৪।

Advertisements