These historical forts are located in Tamil Nadu, whose history will amaze you: ভারতের তামিলনাড়ু, কেরালা কিংবা কর্নাটকের মত বেশি উল্লেখযোগ্য না হলেও পর্যটন কেন্দ্র হিসেবে নেহাতই ফেলনা নয়। তামিলনাড়ুর প্রাকৃতিক সৌন্দর্য, প্রাচীন মন্দির এবং ঐতিহাসিক বিভিন্ন স্থান পরিদর্শন করতে প্রতিবছর লক্ষ লক্ষ বেশি বিদেশি পর্যটকরা এখানে ভিড় জমায়। তামিলনাড়ুর রাজধানী চেন্নাই পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ। এখানে নানারকম পর্যটনস্থল রয়েছে। তামিলনাড়ু চেন্নাইয়ে ছড়িয়ে আছে নানারকম ঐতিহাসিক স্থানের নিদর্শন। এখানে বিভিন্ন সময়ে ডাচ, পর্তুগিজ এবং ব্রিটিশরা রাজত্ব করে গেছে। এখানকার দুর্গগুলি হলো সব থেকে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন (Historical forts in Tamilnadu)।
তামিলনাড়ুর স্থাপত্য-ভাস্কর্য ও ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছে এই প্রাচীন দুর্গগুলি (Historical forts in Tamilnadu)। সদরাস দুর্গ এদের মধ্যে অন্যতম যার অপর নাম চতুরঙ্গপত্তনম। করমণ্ডল উপকূল বরাবর এটি চেন্নাই শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত৷ সাদরাস থেকে যে প্রাচীন শিলালিপি উদ্ধার হয়েছে তার আনুমানিক বয়স ১৩৫৯ খ্রিস্টাব্দের কাছাকাছি। সদরাস দুর্গর নামকরণ হয়েছে ওলন্দাজ উপনিবেশের সময়ে৷ স্থানটি পূর্বে ছিল অতিসূক্ষ্ম মসলিন কাপড়, মুক্তো এবং ভোজ্য তেল বিপণনের কেন্দ্র৷ দুর্গের মধ্যে আছে বিস্তীর্ণ প্রাঙ্গণ, বিশাল শস্যগোলা, হাতিতে চড়ার জন্য স্থায়ী বন্দোবস্ত ইত্যাদি যা এখনও অক্ষয়। ব্রিটিশদের আক্রমণে দুর্গটি ক্ষতিগ্রস্থ হয়। ব্রিটিশ কোম্পানি ও ওলন্দাজদের মধ্যে প্রথম সদরাসের যুদ্ধ এই দুর্গে হয়েছিল।
এছাড়াও ইতিহাসের আরেকটি সুন্দর নিদর্শন (Historical forts in Tamilnadu) হলো ভেলোর দুর্গ, যা চেন্নাই থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত। এই বৃহত্তম দুর্গটি ষোড়শ শতাব্দীর মাঝামাঝি বিজয়নগর সাম্রাজ্যের সময় নির্মিত হয়। দুর্গতির বহুবার হাতবদল হয়েছিল। অবশেষে এটি চলে আসে ব্রিটিশদের অধীনে। টিপু সুলতান যুদ্ধে পরাজিত হয়ে এই দুর্গেই বন্দি ছিলেন। দুর্গটি নির্মিত হয়েছিল বিশাল এক জায়গা নিয়ে। তথ্য থেকে জানতে পারা যায় যে দুর্গের চারপাশের পরিখায় থাকতো দশ হাজার কুমির। দুর্গটির মধ্যে ভারতীয় স্থাপত্য ও শিল্পকলার অপরূপ সংমিশ্রণ রয়েছে। দুর্গের মধ্যে রয়েছে মন্দির, মসজিদ, গির্জা, সরকারি ভবন, হাসপাতাল ও বিভিন্ন সরকারি দফতর।
তামিলনাড়ুর কাদাপক্কমে অবস্থিত আলামপারাই দুর্গটি মুঘল আমলে নির্মিত। এটি মহাবলীপুরম থেকে ৫০ কিলোমিটার দূরে। দুর্গটি আসলে সমুদ্র সংলগ্ন এবং এটি নবাব দোস্ত আলি খাঁর অধীনে ছিল। পরবর্তীকালে দুর্গটি ফরাসিদের কাছ থেকে চলে যায় ব্রিটিশদের হাতে। জাঁকজমকপূর্ণ দুর্গটি বর্তমানে পুরোটাই ধ্বংসাবশেষ। কিন্তু এর ঐতিহাসিক মূল্য অনেক গভীর (Historical forts in Tamilnadu)। এখানকার মূল আকর্ষণ হল দুর্গটিকে ঘিরে থাকা ব্যাকওয়াটারে নৌকাভ্রমণ।
তামিলনাড়ুর ইতিহাসে সবথেকে গুরত্বপূর্ণ দুর্গ হলো ফোর্ট গেলড্রিয়া বা ফোর্ট গেল্ডরিয়া। এই দুর্গটি ভারতে ডাচ প্রজাতন্ত্রের প্রথম বসতি ছিল। এটি নির্মিত হয়েছিল ১৬১৩ সালে। কোম্পানির জেনারেল ডিরেক্টর ওয়েমার ভ্যান বার্চেমের আদি প্রদেশ গেলড্রিয়ার নামে দুর্গটির নামকরণ করা হয়েছিল। বাণিজ্যের দিক থেকেও স্থানটির গুরুত্ব অসীম। পরবর্তীকালে এটি ব্রিটিশরা দখল করে। বর্তমানে ফোর্টটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্ত। এছাড়া, ফোর্ট সেন্ট জর্জ কিন্তু বিট্রিশদের নির্মাণ করা ভারতে প্রথম দুর্গ৷ চেন্নাই শহরের ঐতিহাসিক নিদর্শন হলো দুর্গটি৷ বর্তমানে কয়েকটি সরকারি ও বেসরকারি ভবনের পাশাপাশি তামিলনাড়ু বিধনসভা ভবনটিও এখানেই অবস্থিত।