Finally, Sravanti’s ex-husband Krishan Viraj is on the verge of marriage: জনপ্রিয় টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জীকে কে না চেনে? তিনি অভিনয় জগতে সফল হলেও তার ব্যক্তিগত জীবন মোটেই মসৃণ নয়। বিবাহিত জীবনে তিনি বারবার ব্যর্থ হয়েছেন। শ্রাবন্তী চ্যাটার্জী মোট তিনবার বিয়ে করেছেন কিন্তু ঘর করতে পারেননি কারোর সাথে। টলিউডের অভিনয় জগতে বহু অল্প বয়সে পা রেখেছেন তিনি। এরপর থেকেই একের পর এক সাফল্য আসে তার ঝুলিতে। শোনা যাচ্ছে এই সফল অভিনেত্রীর দ্বিতীয় প্রাক্তন স্বামী নাকি আবার বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে (Ex-husband of Srabanti Chatterjee)।
শুধু অভিনয় জগতের কেরিয়ার নয়, তার ব্যক্তিগত জীবন সবসময় থেকেছে খবরের শিরোনামে। বাড়ির অমতে মাত্র ১৬ বছর বয়সে তিনি বিয়ে করেছিলেন পরিচালক রাজীব বিশ্বাসকে। কিন্তু রাজীবের সাথে তার সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। বিয়ের পর এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিলেন শ্রাবন্তী, তারপরেই তারা আলাদা হয়ে যান। কিন্তু সম্প্রতি তার দ্বিতীয় স্বামীর নতুন সংসার নিয়ে আলোচনা খবরের শিরোনামে (Ex-husband of Srabanti Chatterjee)।
প্রথম বিয়ে ভাঙার পর আবারো বিয়ে করেন তিনি। তারপর আবারো দুবার বিয়ে করেন শ্রাবন্তী। কিন্তু দুঃখের বিষয় হলো কোনো বিয়ে তার সফল হয়নি। তার প্রাক্তন স্বামী হলো কৃষাণ বিরাজ (Ex-husband of Srabanti Chatterjee)। তাকে দ্বিতীয়বার বিয়ে করেছিলেন সুপারমডেল কৃষাণ বিরাজ (Krishan Viraj) -কে। কৃষাণকে ডিভোর্স দিয়ে শ্রাবন্তী বিয়ে করেন রোশন সিং-কে। সেই বিয়েও তার সফল হয়নি।
তবে শোনা যাচ্ছে যে, শ্রাবন্তীর দ্বিতীয় স্বামী কৃষাণ বিরাজ আবার বিয়ের পিঁড়িতে বসছেন। বাগদান পর্ব মিটে গেছে এবছরই, এবার সামাজিকভাবে বিয়েটা সারতে চান তারা। শ্রাবন্তী এবং কৃষাণের বিয়ে হয়েছিল ২০১৬ সালের জুলাই মাসে। আইনিমতে তারা বিয়ে সেরে ফেলেছিল কিন্তু তাদের এই বিবাহিত জীবনে সুখের হয়নি। ভেঙে যায় তাদের বিয়ে, এমনকি কৃষাণও এবার নতুনভাবে জীবন শুরু করবেন (Ex-husband of Srabanti Chatterjee)।
বিয়ের আগে সোশ্যাল মিডিয়াতে বহু ছবি শেয়ার করেন কৃষাণ। তার হবু স্ত্রীর নাম আর্শিয়া সিনহা। দুজনের বাগদানের ছবিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছিল। আর্শিয়ার সাথে প্রেম করে নয়, পরিবারের মতেই দ্বিতীয় বিয়েটা সেরে নিতে চান কৃষাণ। শ্রাবন্তীর সঙ্গে ২০১৯ সালেই তার বিচ্ছেদ হয়ে যায়। এরপর শ্রাবন্তী বিয়ে করেন রোশান সিংকে কিন্তু সেই বিয়ে এক বছরের মধ্যেই ভেঙে যায়। রোশনের থেকে খরপোশ আদায় করতে গিয়ে রীতিমতো বিতর্কের সম্মুখীন হতে হয় শ্রাবন্তীকে।