Gold Reserve in Pakistan: পাকিস্তানে সৌভাগ্যের সন্ধান! সিন্ধু নদীতে মিলল মূল্যবান সোনার খনি

Gold Reserve in Pakistan: বর্তমান দিনে বাজারে সোনার দাম হু হু করে বাড়ছে। আর এই মূল্য বৃদ্ধির বাজারেই স্বর্ণভান্ডার এর হদিস পেল ভারতের পড়শী দেশ। কত টাকা মূল্যের সোনা পাওয়া গিয়েছে জানেন? জানলে আপনিও অবাক হয়ে যাবেন।

জানা যাচ্ছে , প্রায় ৮০ হাজার কোটি টাকার মূল্যের সোনা উদ্ধার করা হয়েছে। ভাগ্য খুলে গেলো ভারতের পড়শী দেশ পাকিস্তানের। সিন্ধু নদে মিলেছে এই সোনার ভান্ডার। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের অ্যাটক জেলায় জরিপের কাজ চলাকালীন এই বিশাল স্বর্ণভান্ডার উদ্ধার হয়েছে। যা তাক লাগিয়েছে উদ্ধার কারীদের।

আরও পড়ুন: Smart Meter: নতুন বিদ্যুৎ আইনে না! স্মার্ট মিটারেও না! নজর এখন কেন্দ্রীয় মন্ত্রীর দিকে

ভূতাত্ত্বিকরা উপমা দিয়েছেন ‘সোনার নদী’ সিন্ধু। এই সোনা হিমালয় পর্বত মালার মজুত সোনা থেকেই বয়ে এসেছে। এখন এই সোনা ‘প্লেসার’ সোনা হিসেবে জড়ো হচ্ছে সিন্ধু নদীর তলদেশে।

ডাউনস্ট্রিমে অনেকখানি বয়ে আসার জন্য চাপ সৃষ্টি হওয়ার কারণে এই সোনা আকারে হয় চ্যাপ্টা সমতল বা সম্পূর্ণ গোলাকার রূপ নিচ্ছে। এই বিশাল মূল্যের বিপুল পরিমাণ সোনা পাকিস্তানের অর্থনৈতিক পরিকাঠামো বদলাতে সহায়তা করতে পারে বলে মত বিশেষজ্ঞদের।