ফুলসজ্জার সোহাগ রাতে বিছানায় মা-ছেলে! জায়গা পেলেন না মানালি! খচে লাল দর্শকরা

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : ফুলসজ্জার সোহাগ রাতে সদ্য বিবাহিত দম্পতি একান্তে কাটাবেন এমনটাই হয়ে থাকে। কিন্তু এবার মানালির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা নিয়ে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। ভাইরাল হওয়া ওই ছবিতে দেখা যাচ্ছে, সোহাগ রাতে মা ও ছেলে বিছানায় শুয়ে রয়েছেন আর মানালিকে সোফায় শুয়ে রাত কাটাতে হল! এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর দর্শকদের মধ্যে থেকে নানান বিরূপ প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।

Advertisements

আসলে এই যে ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেটি জি বাংলার নতুন ধারাবাহিক ‘কার কাছে কই মনের কথা’র (Kar Kache Koi Moner Kotha)। ৩ জুলাই থেকে এই ধারাবাহিক শুরু হয়েছে। এই ধারাবাহিকের প্রোমো প্রথম থেকেই দর্শকদের মনে ধরেছিল। ধুলোকণার পর মানালীকে আরও একবার ছোটপর্দায় দেখতে পেয়ে সাধারণ দর্শকরা খুশিতে আপ্লুত হয়ে উঠেছিলেন। তবে সম্প্রচারিত হওয়ার পর বাঙ্গালীদের ড্রয়িং রুমে এখন এই ধারাবাহিক অনেকটাই কোণঠাসা।

Advertisements

নতুন ধারাবাহিক নিয়ে দর্শকদের একাংশ মনে করছেন, মানালি সেই ভাবে জমাতে পারছেন না এই ধারাবাহিক। এর পাশাপাশি এই ধারাবাহিকে যেভাবে শাশুড়ি বৌমার সম্পর্কের মাত্রাতিরিক্ত টানাপোড়েন দেখানো হচ্ছে তাতেও দর্শকদের অনেকেই তিতিবিরক্ত। এমনকি এখনো পর্যন্ত টিআরপি তালিকাতেও ঠাঁই হয়নি নতুন এই সিরিয়ালের। তবে এরই মধ্যে এবার এই সিরিয়ালের ভাইরাল হওয়া ছবি রীতিমত সব বাঁধন ছাড়িয়ে দিয়েছে।

Advertisements

সিরিয়ালের এই যে ছবি অর্থাৎ দৃশ্য, যেখানে দেখানো হয়েছে ফুলসজ্জার খাটে পরাগ শিমূলের পরিবর্তে মায়ের সঙ্গে ছেলেকে। এমন দৃশ্য দেখানোর পরিপ্রেক্ষিতে রীতিমত নিন্দার ঝড় বইছে সোশ্যাল মিডিয়ায়। শুধু সোশ্যাল মিডিয়া নয়, পাশাপাশি এমন দৃশ্য নিয়ে বাঙ্গালীদের ড্রয়িং রুমে চলছে নানান আলোচনা। টিআরপি-র লড়াইয়ে নামতে এমন দৃশ্য দেখানো হয়েছে বলে মনে করছেন দর্শকদের একাংশ।

আবার এমন দৃশ্য দেখানোর পরিপ্রেক্ষিতে ধারাবাহিক নির্মাতাদের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ উগড়ে দিয়েছেন অনেকেই। দর্শকদের অনেকেই মনে করছেন এমন দৃশ্য দেখানো উচিত হয়নি। আসলে ওই সিরিয়ালে পরাগ এবং শিমুলকে কাছাকাছি আসতে দেবে না বলে অসুস্থতার নাটক করে ফুলসজ্জার খাটে শুয়ে পড়েন শ্বাশুড়ি। আর এরপরই নতুন বউকে কাটাতে হয় সোফায় শুয়ে।

Advertisements