Chanakya Neeti for Money: হঠাৎ হাতে টাকা এলোই মানে এই ৪ ভুল নয়! গরিব হতে এক মুহূর্ত সময় লাগবে না!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Never make these four mistakes when you have money in hand: জনপ্রিয় আচার্য, কূটনীতিবিদ, দার্শনিক, চাণক্য ছিলেন প্রাচীন ভারতের গর্ব। তিনি চন্দ্র গুপ্ত মৌর্যের রাজসভায় তার প্রধান মন্ত্রী হিসাবে অধিষ্ঠিত ছিলেন। তার পাশাপাশি তিনি রচনা করেছিলেন ভারতের অর্থশাস্ত্র। শুধুমাত্র প্রাচীন ভারতেই তার কদর সীমিত নেই, বর্তমান যুগেও তার পরামর্শ উপদেশ সমানভাবে প্রশংসনীয়। জীবনে চলার পথে অক্ষর অক্ষরে তার নীতি মেনে চললে সাফল্য অবশ্যই আসবে এবং সমস্যা দূর হয়ে যাবে। আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে হঠাৎ করে ডাকার মত দেখলে মানুষের পরিস্থিতি কেমন হয়? এই বিষয়ে কি বলেছেন আচার্য চাণক্য (Chanakya Neeti for Money)?

Advertisements

চাণক্যর (Chanakya Neeti for Money) পরামর্শ অনুসারে, হঠাৎ করে মানুষের জীবনে যখন টাকা আসে তখন সে তার খারাপ দিনগুলোর কথা একেবারে ভুলে যায়। হঠাৎ করে প্রাপ্তি হওয়া আনন্দের এমন কিছু ভুল করে ফেলে যা তাদের পৌঁছে দেয় দারিদ্রতার চরম সীমায়। জীবনে কখনোই ভুল করে এই কাজগুলো করবেন না, নাহলে পড়তে হবে বিপদে। জীবনে যখন বিপর্যয় নেমে আসে মানুষ তখন ভগবানের শরণাপন্ন হয়। কিন্তু যেই বিপদ থেকে সে মুক্তি লাভ করে তখন অধর্ম করতেও পিছপা হয় না।

Advertisements

অর্থের লোভে মানুষ ধর্ম এবং অধর্মকে ভুলে যায়। এই ধরনের মানুষের উপর মা লক্ষ্মী কখনোই তার কৃপাদৃষ্টি বজায় রাখেন না। এই ধরনের অর্থলোভী, স্বার্থপর মানুষদের জীবনে নেমে আসে ঘোর বিপর্যয়। জীবনের সমস্ত রকম সুখ, স্বাচ্ছন্দ, শান্তি এক নিমিষে ধ্বংস হয়ে যায়। এই স্বভাবের মানুষদের জন্য আচার্য চাণক্য (Chanakya Neeti for Money) কি বলেছেন?

Advertisements

আচার্য চাণক্য (Chanakya Neeti for Money) উপদেশ দিয়ে গেছেন যে, পরিবারের মধ্যে কখনোই আর্থিক অহংকার আনা উচিত না এর ফলে বহু ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আজকে আপনার কাছে অর্থ আছে কাল হয়তো নাও থাকতে পারে। কিন্তু আপনজনেরা সব সময় আপনার পাশে থাকবে। অর্থ উপার্জনের জন্য নিজের আত্মসম্মানবোধ কখনোই বিসর্জন দেবেন না। এই ধরনের মানুষেরা ঘরে এবং বাইরে কোন জায়গাতেই আপন হতে পারেন না।

অর্থ উপার্জনের নেশায় কখনো অন্ধ হয়ে যাবেন না। আপনি যেটুকু অর্থ উপার্জন করবেন তার কিছুটা ধর্মের কাজে ব্যয় করবেন। নিজের উপার্জনের অর্থ যদি আপনি অপচয় করেন তাহলে খুব শীঘ্রই আপনার পতন অবশ্যম্ভাবী। চাণক্যর (Chanakya Neeti for Money) মত অনুসারে, একটি কথা সব সময় মাথায় রাখতে হবে নিজের উপার্জন করা অর্থ কখনোই অন্যের ক্ষতি করার জন্য ব্যয় করা উচিত নয় এর ফলে বিপুল ধনীরাও গরিব হয়ে যায়।

Advertisements