You will get 10 percent interest on SBI FD: অতীতেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তাদের ফিক্সড ডিপোজিটে ভালো হারে সুদ দিয়েছে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য (SBI FD Scheme)। সূত্র অনুসারে জানা যায় যে, সম্প্রতি এইচডিএফসি ব্যাঙ্ক দুটো নতুন স্কিম চালু করেছে যাতে গ্রাহকরা পাচ্ছে উচ্চ হারে সুদ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক। গ্রাহকদের জন্য এফডিতে এনেছে ১০ শতাংশের বেশি সুদের হার। এসবিআই তার গ্রাহকদের চাহিদা ও সুবিধার কথা বরাবর মাথায় রাখে।
শুধু এসবিআই নয় বহু ব্যাঙ্ক সম্প্রতি তাদের সুদের হার বাড়িয়েছে (SBI FD Scheme)। বিশেষজ্ঞরা আরো মন্তব্য করেছেন যে, ফিক্সড ডিপোজিটে কিন্তু সুদের হার আরও কিছু বৃদ্ধির হতে পারে। এছাড়া, শোনা যাচ্ছে যে একটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৫ বছরের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের ৯.৬ শতাংশ এবং অন্য ব্যক্তিদের ৯.১ শতাংশ সুদের হার ঘোষণা করেছে।
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে যে তথ্য আছে সেটা অনুযায়ী, ফিক্সড ডিপোজিট বা এফডি – এর উপর এসবিআই ১০ শতাংশ সুদের হার অফার করে (SBI FD Scheme)। গ্রাহকরা যদি ১ বছর থেকে ২ বছরের কম সময়ের ফিক্সড ডিপোজিট করে তাহলে তার উপর এই সুদের হার দেওয়া হত (SBI FD Scheme)। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ২০০৮ সালে ১৬ ই আগস্ট সুদের এই হার এনেছিল। এফডির ক্ষেত্রে ১লা অক্টোবর ২০০৮ তারিখ পর্যন্ত ১ বছর থেকে ২ বছরের কম সময়ের জন্য নিঃসন্দেহে সুদের হার ছিল ১০ শতাংশ।
যদিও পরবর্তীতে এই সুদের হার হ্রাস পায়। জানেন কি বর্তমানে এসবিআই এর সুদের হার কত (SBI FD Scheme)? স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে ৬.৮ শতাংশ পর্যন্ত সুদের হার দেওয়া হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সবথেকে গুরত্বপূর্ণ ঘটনা হলো ২০০৮ সালে অক্টোবর মাসে ১০০০ দিনের ফিক্সড ডিপোজিট এর উপর সুদের হার দেওয়া হতো ১০ শতাংশ।
পাবলিক সেক্টরে এসবিআই এর মত বৃহত্তম ব্যাংক এর হয় না। এই ব্যাংক গ্রাহকদের সুবিদার্থে প্রচুর পদক্ষেপ নিয়েছে। সাধারণ নাগরিকদের জন্য সুদের হার দেওয়া হচ্ছে ৭.১ শতাংশ। অমৃত কলস ডিপোজিট স্কিমের অধীনে সাধারণ নাগরিকদের জন্য এসবিআই এর দেওয়া সর্বোচ্চ ফিক্সড ডিপোজিট (এফডি) এর সুদের হার হল ৭.১ শতাংশ।