নিজস্ব প্রতিবেদন : হাতেগোনা আর কয়েকটি মাস, তারপরেই শুরু হবে প্রধানমন্ত্রী বেছে নেওয়ার লড়াই। প্রধানমন্ত্রী বেছে নেওয়ার লড়াই অর্থাৎ লোকসভা নির্বাচনের (Lok sabha Election) জন্য ইতিমধ্যেই দেশজুড়ে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। ইতিমধ্যেই বিজেপি এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের গুটি সাজাতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই তৈরি হচ্ছে বিজেপি বিরোধী জোট I.N.D.I.A.। আবার আগের থেকেও বেশি শক্তি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে N.D.A.।
সরকার এবং সরকারবিরোধী জোটগুলির মধ্যে যখন চলছে সরকার দখল করার ছক, ঠিক সেই সময়ই আরও একটি প্রশ্ন উঠে আসছে। যে প্রশ্নটি উঠে আসছে সেটি হল, বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) যোগ্য উত্তরসূরি কে হবেন? কেননা বিজেপিতে সাধারণত ৭৫ বছরের ঊর্ধের কোন নেতা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেন না।
এক্ষেত্রে ২০২৪ এর লোকসভা নির্বাচনের পর ২০২৯ সালের লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বয়স দাঁড়াবে ৭৯ বছর। সেক্ষেত্রে আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভোটে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারেন। তিনি প্রতিদ্বন্দ্বিতা না করলে বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং এই লড়াইয়ে কে এগিয়ে রয়েছেন?
এক্ষেত্রে তালিকায় প্রথমেই উঠে আসছে তিনজনের নাম। সেই তিনজন হলেন অমিত শাহ, যোগী আদিত্যনাথ এবং নীতিন গড়কড়ি। এই তিনজনের মধ্যে কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যোগ্য উত্তরসূরী হিসাবে বেছে নেওয়া হতে পারে অথবা দেশের মানুষ কাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিকল্প হিসাবে মনে করছেন? লাখ টাকার এই প্রশ্নের উত্তর উঠে এসেছে সাম্প্রতিককালের একটি সমীক্ষায়।
এক্ষেত্রে সবার উপরে রয়েছেন বর্তমান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাকে প্রায় দেশের ৩০ শতাংশ মানুষ পছন্দ করেন। অন্যদিকে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন বর্তমান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাকে ২৬ শতাংশ মানুষ পছন্দ করেন। অন্যদিকে তৃতীয় স্থানে রয়েছেন কেন্দ্রীয় জাতীয় সড়ক ও পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি ১৫ শতাংশ মানুষের পছন্দ। ইন্ডিয়া টুডে এবং সি ভোটার গত ১৪ এবং ১৫ আগস্ট ৫৪৩টি আসনের উপর এই সমীক্ষা চালানো হয়। ২৫৯৫১ জন এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।