নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে জীবন বীমা থাকা অত্যন্ত জরুরি। এই জরুরী বিষয়টির কথা মাথায় রেখে দেশের সাধারণ মানুষদের বড় অংশ বিভিন্ন সংস্থায় জীবন বীমা (Life Insurance) করিয়ে থাকেন। শুধু সাধারণ মানুষরা নন, পাশাপাশি যাতে দেশের প্রতিটি মানুষ জীবন বিমায় অংশগ্রহণ করে তার জন্য সরকারের তরফ থেকেও বিভিন্ন প্রকল্প চালু করা হয়। আবার জীবন বীমার কথা বললে নির্দ্বিধায় বলা যায় লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার (LIC) জনপ্রিয়তা ভারতে সবচেয়ে বেশি।
লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া রাষ্ট্রায়ত্ত্ব জীবন বীমা সংস্থা হওয়ার কারণে দেশের বড় সংখ্যার মানুষ এই জীবন বীমা সংস্থার উপর নির্ভর করে থাকেন। প্রতিনিয়ত এই সংস্থায় বাড়তে থাকে বিনিয়োগকারীদের সংখ্যা। অনেক ক্ষেত্রে আবার দেখা যায় বিনিয়োগকারীরা নিজেদের বিনিয়োগের তথ্য পরিবারের সদস্যদের জানিয়ে না রাখার কারণে তাদের অবর্তমানে তাদের পরিবারের সদস্যরা বিনিয়োগ সম্পর্কে জানতে পারেন না। এইভাবে এলআইসিতে এখন প্রচুর টাকা জমে গিয়েছে যাদের কোন দাবিদার নেই।
দাবিহীন এই বিপুল অংকের টাকা এবার এলআইসির তরফ থেকে গ্রাহকদের ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্ষেত্রে মূল বিনিয়োগকারী যদি বর্তমানে না থাকেন তাহলে তার পরিবারের সদস্যরাও যথোপযুক্ত প্রমাণ সহ সেই টাকার দাবি করতে পারেন। এলআইসির এই উদ্যোগের পরিপ্রেক্ষিতে দেশের বহু মানুষ উপকৃত হবেন। অন্যদিকে এলআইসিও নিজেদের দায় থেকে মুক্ত হবে।
এলআইসির এই নতুন বন্দোবস্তের ফলে যদি কেউ মনে করেন যে তার পরিবারের কোনো সদস্য সংস্থায় টাকা জমা রেখে দিয়েছেন তাহলে তারা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাচাই করে নিতে পারেন। সেক্ষেত্রে যদি দেখা যায় সত্যি তাদের পরিবারের কোনো সদস্য এলআইসিতে বিনিয়োগ করে গিয়েছেন অথচ তিনি বর্তমানে নেই তাহলে উপযুক্ত প্রমাণ দিয়ে সেই টাকার দাবি করতে পারেন। চলুন দেখে নেওয়া যাক সেই পদ্ধতি।
এই ধরনের টাকা দাবি করার জন্য প্রথমেই এলআইসির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে UNCLAIMED DIVIDEND AMOUNT বিষয়টি খুঁজে বের করতে হবে। সেখান থেকে আপনি জানতে পারবেন কত টাকা এখনো পর্যন্ত এলআইসির কাছে পড়ে রয়েছে দাবিহীন অবস্থায়। এক্ষেত্রে আপনি যদি আপনার পরিবারের কোন সদস্যের এই ধরনের টাকা পড়ে থাকে তাহলে কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে হবে। LIC পলিসি নম্বর, পলিসি ধারকের নাম, জন্ম তারিখ এবং প্যান কার্ড নম্বরের বিশদ বিবরণ দিতে হবে। এরপর আপনাকে জানিয়ে দেওয়া হবে কোন পদ্ধতিতে আপনি সেই টাকার দাবি করতে পারবেন।