King Cobra Viral Video: বিছানায় ঘর বেঁধে ছিল কিং কোবরা! শুয়ে গিয়ে যা ঘটল

Prosun Kanti Das

Published on:

Advertisements

Video of king cobra caged in bed has gone viral: রাতের ঘুম সবার কাছেই খুব প্রিয়। তাই যখনই একটু বিছানায় গা হেলাতে যাবেন বলে ভাবছেন তখনই যদি দেখেন বালিশের নীচে কী যেন একটা নড়েচড়ে উঠল! বুঝে ওঠার আগেই বেরিয়ে এল ইয়া বড় কিং কোবরা। রাজস্থানের কোটাতে একটি দোকানে কিং কোবরা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত সোমবার। মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল (King Cobra Viral Video) হয়ে গেছে।

Advertisements

আজকাল নেট দুনিয়াতে প্রায় বিভিন্ন সাপের ভিডিও সামনে উঠে আসে। কখনও বাথরুমে সাপ, আবার কখনও ঘরের মধ্যে থেকে উদ্ধার করা হয় তাদেরকে। এবারের ভিডিওটি সত্যি ভয়ংকর। রাতে শুতে যাওয়ার সময় এক ব্যক্তির বালিশের তলা থেকে বেরিয়ে আসে বিশাল কিং কোবরা। ভাইরাল সেই ভিডিও দেখলে আঁতকে উঠবেন আপনিও। তিনি বালিশে মাথা হেলাতেই দেখেন, তাঁর বালিশের নিচে একটি বড় সাপ। সাপটি ফণা তুলে তাঁকে তাকিয়ে আছে।

Advertisements

তিনি ভয়ে চিৎকার করে উঠলেন। তাঁর চিৎকারে অন্যান্যরা ছুটে এলেন। সাপটি দৈর্ঘ্যে ছিল ৫ ফুটেরও বেশি, কোনোভাবে দোকানের মধ্যে ঢুকে পড়েছিল। এরপর বালিশের মধ্যে লুকিয়ে ছিল সাপটি। যা দেখে আতঙ্কে সেখান থেকে পালিয়ে যান ওই ব্যক্তি। পরবর্তীকালে সাপটিকে উদ্ধারকারীরা এসে নিয়ে যান। বানী মেহরত্রা নামের একজন টুইটার (অধুনা এক্স) ব্যবহারকারিণী এই ভয়ংকর সাপের ভিডিওটা (King Cobra Viral Video) শেয়ার করেছেন।

Advertisements

বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে পরীক্ষা করে দেখলেন। তারা জানালেন, সাপটি একটি কিং কোবরা। কিং কোবরা ভারতের সবচেয়ে বিষাক্ত সাপগুলির মধ্যে একটি। বন বিভাগের কর্মকর্তারা সাপটিকে জঙ্গলে ছেড়ে দিলেন। এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই এই ঘটনার ভিডিও (King Cobra Viral Video) শেয়ার করেছেন।

আসলে সাপকে কম বেশি আমরা সকলেই ভয় পাই। আবার সাপ দেখতে উৎসুক জনতার সংখ্যাও নেহাত কম নয়। তাই ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথে ভাইরাল হতে সময় নেয় নি মোটেই। উপরন্তু সাপের এই ভিডিওটি ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে গোটা নেট দুনিয়াতে। অনেকেই ভিডিয়ো দেখে বেশ ভয় পেয়েছেন। নেটিজেনরা ভিডিওটি দেখার পর রীতিমতো আতঙ্কিত। যেমন এক নেটিজেন লিখেছেন, যদি ঠিক সময়ে সাপটিকে না দেখে বালিশে শুয়ে পড়লে কী না হত।

Advertisements