Smart Cities: স্মার্ট সিটির তালিকায় এগিয়ে ভারতের একাধিক রাজ্য! বাংলা কোন জায়গায় দাঁড়িয়ে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Where does Bengal stand in the list of smart cities: ভারতের ১০০টি স্মার্ট সিটির (Smart Cities) মধ্যে সেরা স্মার্ট সিটি হিসেবে পুরস্কৃত হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রক ২০২২ সালের ইন্ডিয়া স্মার্ট সিটিস অ্যাওয়ার্ড কনটেস্ট (ISAC) এর ফলাফল ঘোষণা করেছে। এই প্রতিযোগিতায় ইন্দোর ১২টি ক্যাটাগরিতে ৬টিতে জয় পেয়েছে। ন্যাশানাল স্মার্ট সিটি অ্যাওয়ার্ডও পেয়েছে এই শহর।

Advertisements

ইন্দোরের পর সেরা স্মার্ট সিটির (Smart Cities) পুরস্কার পেয়েছে গুজরাটের সুরাট। সুরাট ১১টি ক্যাটাগরিতে ৫টিতে জয় পেয়েছে। ইন্দোর আর সুরাট এই দুই শহর যৌথ ভাবে সবচেয়ে ভালো স্মার্ট সিটি অ্যাওয়ার্ড পেয়েছে। তৃতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশের আগ্রা। আগ্রা ১০টি ক্যাটাগরিতে ৪টিতে জয় পেয়েছে।

Advertisements

ইন্দোরের জয়ের পেছনে রয়েছে এর নগর পরিকল্পনা, পরিবেশ রক্ষা, উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং জনগণের অংশগ্রহণের মতো নানা বিষয়। ইন্দোরের রাস্তাঘাট, ফুটপাত, পার্ক, লেক, ইত্যাদি সবই অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন। ইন্দোরের বাতাসও অত্যন্ত নির্মল। এই শহরে যানজটও খুব একটা নেই। ইন্দোরের নাগরিকরাও তাদের শহরের উন্নয়ন প্রকল্পে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। তবে শুধু ইন্দোর নয়, মধ্যপ্রদেশের একাধিক শহর এই স্মার্ট সিটির দিক থেকে এগিয়ে রয়েছে। তার মধ্যে রয়েছে ভূপাল, জব্বলপুর, গোয়ালিয়র, সাগর সহ একাধিক শহর যথেষ্ট উন্নত।

Advertisements

ISAC এর ফলাফল ঘোষণা করে কেন্দ্রীয় নগর উন্নয়ন মন্ত্রী হালকৃষ্ণ মহারাজ বলেছেন, ভারতের স্মার্ট সিটি (Smart Cities) প্রকল্পটি দেশের সব শহরকে আরও উন্নত এবং পরিবেশবান্ধব করে তুলতে সহায়তা করছে। তিনি বলেন, এই প্রকল্পের মাধ্যমে ভারতের শহরগুলিতে উন্নত যোগাযোগ ব্যবস্থা, পরিষ্কার পরিবেশ, এবং জনগণের অংশগ্রহণের মতো বিষয়গুলিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ISAC হল একটি প্রতিযোগিতা যা ভারতের ১০০টি স্মার্ট সিটির মধ্যে সেরা শহরগুলিকে স্বীকৃতি দেয়। এই প্রতিযোগিতায় শহরগুলিকে ১২টি ক্যাটাগরিতে বিচার করা হয়। এই ক্যাটাগরির মধ্যে রয়েছে পরিবহন, জ্বালানি, জল, স্বাস্থ্যসেবা, শিক্ষা, নিরাপত্তা, এবং পরিবেশ রক্ষা।

ISAC-এর ফলাফল ভারতের স্মার্ট সিটি (Smart Cities) প্রকল্পের সাফল্যের একটি ইঙ্গিত। এই প্রকল্পের মাধ্যমে ভারতের শহরগুলি ক্রমশ আরও উন্নত এবং পরিবেশবান্ধব হয়ে উঠছে। পরিবেশগত দিক থেকে সবার সেরা কোয়েম্বাটোর। লেকের জলকে কাজে লাগিয়ে পুনরায় ব্যবহারযোগ্য করে তুলেছে। প্রাচীন চোল সাম্রাজ্যের সাতটি লেককে বাঁচিয়ে তোলা হয়েছে। এমনকী লেকের পাশে যে ১০,০০০ মানুষ থাকতেন তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। নোংরা লেক আজ ঝকঝকে। স্মার্ট সিটির আওতায় সেইসব অঞ্চলে কাজ হয়েছে। তবে স্বাভাবিকভাবে এই সব শহরের পাশাপাশি বাংলার একাধিক শহরের হাল নিয়েও এবার প্রশ্ন উঠছে।

Advertisements