Reliance Jio: AI নিয়ে বড় ঘোষণা মুকেশ আম্বানির! নতুন পথ দেখাবে ভারতকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Mukesh Ambani’s big announcement about AI with Reliance Jio: রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মুকেশ আম্বানি ২৮ আগস্ট, ২০২৩ তারিখে রিলায়েন্স জিওর (Reliance Jio) ৪৬তম বার্ষিক সাধারণ সভায় (AGM) একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করেন। এর মধ্যে অন্যতম হল, ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ক্ষেত্রে একটি বিশ্বনেতা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রিলায়েন্স জিওর উদ্যোগ।আম্বানি বলেন, খুব শীঘ্রই ভারতকে ‘হর ঘর AI’ দেশে পরিণত করতে হবে। অবশ্যই AI ভারতের অর্থনীতি ও সমাজের জন্য একটি শক্তিশালী চালক হতে পারে। ভারতকে AI-ভিত্তিক সমাধান ও সেবাগুলির জন্য একটি বিশ্ব নেতৃস্থানীয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।

Advertisements

এই লক্ষ্যে রিলায়েন্স জিও (Reliance Jio) ভারতে AI-ভিত্তিক সমাধানগুলির বিকাশ ও প্রসারণে বিনিয়োগ করবে। এই বিনিয়োগের মধ্যে থাকবে AI-ভিত্তিক শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিষেবা, শিল্প ও কৃষি ক্ষেত্রের সমাধানগুলির বিকাশ। আম্বানি আরও বলেন, ভারত কেন্দ্রিক AI মডেলগুলির বিকাশে মনোনিবেশ করা হবে। এই মডেলগুলি ভারতের সংস্কৃতি, ভাষা ও রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ হবে। এগুলি ভারতের মানুষের জন্য আরও উপযোগী ও কার্যকর হবে।

Advertisements

রিলায়েন্স জিওর (Reliance Jio) AI-ভিত্তিক সমাধানগুলির মধ্যে থাকবে- শিক্ষা: AI-ভিত্তিক শিক্ষামূলক সামগ্রী, ভার্চুয়াল টিচারিং অ্যাসিস্ট্যান্ট, ব্যক্তিগতকৃত শিক্ষা পথনির্দেশনা। স্বাস্থ্যসেবা: রোগ নির্ণয়, রোগের চিকিৎসা, স্বাস্থ্যসেবা পরিষেবার প্রদান। পরিষেবা: গ্রাহক পরিষেবা, বিপণন, বিক্রয়। শিল্প: উৎপাদন, বিপণন, সরবরাহ চেইন ব্যবস্থাপনা। কৃষি: ফসলের উৎপাদন, কৃষি সেবা। রিলায়েন্স জিওর AI-ভিত্তিক সমাধানগুলি ভারতের অর্থনীতি ও সমাজের বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। এগুলি ভারতকে আরও উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।

Advertisements

রিলায়েন্স জিওর (Reliance Jio) ব্রডব্যান্ড পরিষেবা Jio AirFiber আগামী ১৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখে লঞ্চ করা হবে। এই পরিষেবাটি 1 Gbps পর্যন্ত দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে। রিলায়েন্স জিওর পোর্টেবল ব্রডব্যান্ড ডিভাইস JioFi 2 Pro আগামী ৩১ অক্টোবর, ২০২৩ তারিখে লঞ্চ করা হবে। এই ডিভাইসটি 100 Mbps পর্যন্ত দ্রুত গতির ইন্টারনেট সংযোগ প্রদান করবে।

রিলায়েন্স রিটেলের আইপিও ২০২৪ সালের প্রথমার্ধে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। রিলায়েন্স জিও আগামী ডিসেম্বর, ২০২৩ তারিখে ভারতে 5G পরিষেবা চালু করবে। আম্বানির এই ঘোষণাগুলি রিলায়েন্স জিওর ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ইঙ্গিত দেয়। রিলায়েন্স জিও ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্রডব্যান্ড ও 5G-এর ক্ষেত্রে একটি নেতৃস্থানীয় ভূমিকা পালন করতে চায়।

Advertisements