Small Business Ideas: ৫ টাকায় কিনে ১০ গুণ লাভ! কলকাতায় এই ব্যবসা করে অনেকেই আজ বড়লোক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Do this business today if you want to see the face of profit with a small investment: সম্প্রতি অনেকে চাকরির থেকে ব্যবসাকেই পেশা হিসেবে বেছে নিচ্ছে। এর সবথেকে বড় কারণ হলো ব্যবসার ক্ষেত্রে আয়ের কোনরকম সীমাবদ্ধতা নেই কিন্তু যেটা চাকরির ক্ষেত্রে রয়েছে। যদি সঠিক ব্যবসা বেছে নেওয়া যায় এবং কঠোর পরিশ্রম করা যায় তাহলে চাকরি থেকে ব্যবসায় অধিক পরিমাণ আয় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকের প্রতিবেদনে এমন একটি ব্যবসার (Small Business Ideas) কথা উল্লেখ করা হবে যেখানে ৫ টাকার জিনিস আপনি বাজারে সহজে ৫০ টাকায় বিক্রি করতে পারবেন। স্বাভাবিকভাবে লাভের পরিমাণও অনেকটাই বেশি থাকবে।

Advertisements

বর্তমান বাজারে প্লাস্টিকের নানা দ্রব্যের চাহিদা অনেকটাই বেশি। যদি এই ব্যবসায় (Small Business Ideas) লাভের মুখ দেখতে চান তাহলে পাইকারি রেটে জিনিস কিনে তা আপনি শহরের বা গ্রামের কোনও দোকানে বিক্রি করতে পারেন। আপনি চাইলে অনলাইনেও প্রোডাক্ট বিক্রি করতে পারেন। দুটি জনপ্রিয় মাধ্যম যেমন ফেসবুক মার্কেটপ্লেস ও নানা ই- কমার্স অ্যাপ এর দ্বারা অনলাইনে প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।

Advertisements

ই-কমার্স অ্যাপগুলোতে রেজিস্টার করা এখন জলের মতই সোজা। বড় বাজার থেকে আপনি পাইকারি দামে এজাতীয় দ্রব্য কিনে নিয়ে আসতে পারবেন। বড় বাজারে বহু প্লাস্টিক দ্রব্যের পাইকারি বিক্রেতা রয়েছেন। সেইসব দোকানগুলোতে প্লাস্টিক জাতীয় দ্রব্য ৫, ১০ টাকা থেকে শুরু করে কয়েক’শ টাকার জিনিস পাওয়া যায়। এই জাতীয় জিনিস কম দামে কিনে খুচরো বাজারে অনেক বেশি দামে বিক্রি করতে পারেন(Small Business Ideas)।

Advertisements

ধরুন আপনি পাইকারি রেটে বাচ্চাদের প্লাস্টিকের টিফিন বাক্স ১০ টাকা থেকে শুরু করে ৭০০ টাকা পর্যন্ত কিনতে পারেন। খুব সহজেই ১০ টাকার টিফিন বক্স ৫০ টাকাতে বিক্রি করা সম্ভব খুচরো বাজারে। এই ব্যবসা (Small Business Ideas) করলে অনলাইনে ই -কমার্স ওয়েবসাইটে ২০ টাকার পেনসিল বাক্সগুলো প্রায় ১০০ টাকায় বিক্রি করতে পারবেন। আজকাল প্লাস্টিকের ঘর সাজানোর জন্য নানা সামগ্রীও বড় বাজারে সস্তায় পাওয়া যাবে। ধরুন বড়বাজারে প্লাস্টিকের ফুলদানি ৪০- ৫০ টাকায় পাওয়া যায়। আপনি এগুলো পাইকারি দামে বেশি পরিমাণে কিনবেন যা আপনার ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত লাভজনক হবে।

সময়ের অভাবে বহু ব্যক্তি ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে বিভিন্ন জিনিস কেনেন। অল্প পুঁজিতে ভালো উপার্জন করার জন্য অনলাইনের বাজার ধরা হলো সবচেয়ে ভালো উপায়। প্রথমেই এই প্ল্যাটফর্মগুলোতে নিজেকে বিক্রেতা হিসেবে রেজিস্টার করতে হবে। এর জন্য আপনার কাছে GSTIN নম্বর থাকতে হবে। কোনও ফার্মের মাধ্যমে আপনি ৫০০-১০০০ টাকা দিয়ে জিএসটিতে রেজিস্ট্রেশন করতে পারেন।

Advertisements