The reason why Vishwakarma Puja falls on September 18 this year is really surprising: বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2023) হল হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ উৎসব। বিশ্বকর্মা পুজো আসা মানেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাওয়া। এই বিশেষ দিনে ছোট থেকে বড় সবাই ব্যস্ত থাকে ঘুড়ি ওড়াতে। এই দিনটি আসলে শিল্পীদের, কারিগরদের এবং সকল শ্রমিকদের পৃষ্ঠপোষক দেবতা বিশ্বকর্মার উদ্দেশ্যে পালিত হয়। বিশ্বকর্মা পুজোয় শিল্পী, কারিগর এবং শ্রমিকরা বিশ্বকর্মার মূর্তি বা ছবি স্থাপন করে পূজা করেন। তারা তাঁদের সরঞ্জাম ও যন্ত্রপাতিও পূজা করেন।
বিশ্বকর্মা পুজোয় সকলের জন্য সুখ, সমৃদ্ধি ও কল্যাণের জন্য প্রার্থনা করা হয়। এটি সাধারণত গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে সেপ্টেম্বর মাসে পালিত হয়। সাধারণত, বিশ্বকর্মা পুজো সেপ্টেম্বর মাসের ১৭ তারিখে পালিত হয়। তবে, ২০২৩ সালের বিশ্বকর্মা পুজো (Vishwakarma Puja 2023) পালিত হবে ১৮ই সেপ্টেম্বর। এর কারণ হল, ২০২৩ সালে ভাদ্র মাসের শেষ দিনটি ১৮ই সেপ্টেম্বর। ভাদ্র মাসের শেষ দিনেই বিশ্বকর্মা পুজো পালিত হয়। কিন্তু কেন এই দিনের পরিবর্তন? আসল উত্তর খুঁজে পাবেন পঞ্জিকাতে।
হিন্দু ধর্মের অন্য সব দেব-দেবীর পুজোরই ইংরেজি ক্যালেন্ডার অনুসারে কোনও বাঁধাধরা তারিখ নেই। কখনও এগিয়ে আসে, আবার কখনও পিছিয়ে যায় তাদের পুজো। কিন্তু দেবশিল্পী বিশ্বকর্মার পুজো মানেই প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর, কেনো এই অদ্ভুত নিয়ম? আসলে সনাতন হিন্দু ধর্ম অনুসারে বেশিরভাগ দেব-দেবীরই পুজোর তিথি স্থির হয় চাঁদের গতিপ্রকৃতির উপর নির্ভর করে। তাই এই বিষয়ে চান্দ্র পঞ্জিকা অনুসরণ করার রীতি প্রচলিত। একমাত্র বিশ্বকর্মা পুজোর (Vishwakarma Puja 2023) তিথি স্থির হয় সূর্যের গতিপ্রকৃতির উপর ভিত্তি করে।
ভারতীয় পঞ্জিকা অনুসারে, ভাদ্র মাসের শেষ দিনটি সূর্যের সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমনের দিন। এই দিনটিকে বিশ্বকর্মা পুজোর দিন হিসেবে বিবেচনা করা হয়। সূর্যের গতি অনুসারে বিশ্বকর্মা পুজোর তারিখ নির্ধারিত হয়। ২০২৩ সালে, ২২শে আগস্ট সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে। ফলে ১৭ই সেপ্টেম্বর, ভাদ্র মাসের শেষ দিন না হয়ে ষষ্ঠী তিথি হবে। তাই, বিশ্বকর্মা পুজো ১৮ই সেপ্টেম্বর পালিত হবে (Vishwakarma Puja 2023) ।
বিশ্বকর্মার পুজো সাধারণত হয় ভাদ্র সংক্রান্তি অর্থাত্ ভাদ্র মাসের শেষ তারিখে। ভাদ্র সংক্রান্তির আগে বাংলা পঞ্জিকায় পাঁচটি মাসের উল্লেখ মেলে। এই পাঁচটি মাসে প্রায় বাঁধা ধরা দিন থাকে মোট ১৫৬। এই নিয়ম অনুসারে বিশ্বকর্মা পুজো বাংলা পঞ্জিকা মতে যে তারিখটিতে হয়, তা ইংরেজি ক্যালেন্ডারের ১৭ সেপ্টেম্বরেই পড়ে। কোনও বছরে যদি এই পাঁচ মাসের মধ্যে কোনওটা যদি ২৯ বা ৩২ দিনের হয়, একমাত্র তখনই বিশ্বকর্মা পুজোর দিন পিছিয়ে বা এগিয়ে যায়। এটি খুবই ব্যতিক্রমী ঘটনা। তবে আশা করা যাচ্ছে আসন্ন উত্সবের সূচনার বার্তা নিয়ে বিশ্বকর্মা পুজো সকলের ভালই কাটবে।