World longest Glass bridge: ভারতেই রয়েছে বিশ্বের সবচেয়ে লম্বা কাঁচের সেতু! চাইলে পুজোয় ঘুরে আসতে পারেন

Prosun Kanti Das

Updated on:

Advertisements

The world’s longest cantilever glass bridge is located in Kerala, India: প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ার পাতায় অনেক আশ্চর্য জিনিস চোখে পড়ে। সেরকমই মন ভালো করা একটি খবর হলো ভারতেই আছে পৃথিবীর সবচেয়ে লম্বা ক্যান্টিলিভার গ্লাস ব্রিজ (World Largest Glass bridge)। ভারতের কেরালার ইদুক্কি জেলার ওয়াগামন অঞ্চলে তৈরি হয়েছে এই ঝুলন্ত কাঁচের সেতু। যেখান থেকে দাঁড়িয়ে অতল গভীরে চোখ রাখবেন পর্যটকরা। পুজোর লম্বা ছুটিতে মন ভালো করতে চলে যেতে পারেন এমন একটি জায়গায়।

Advertisements

ব্রিজটির দৈর্ঘ্য ১,২৬০ ফুট এবং প্রস্থ ৪০ ফুট। ব্রিজটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। ব্রিজটি নির্মাণে ৩৫ টন জার্মান স্টিলের ব্যবহার করা হয়েছে। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ (World Largest Glass bridge), যার অর্থ হল সেতুটি একটি পাহাড় থেকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ব্রিজটিতে একবারে ১৫ জন ব্যক্তি চলাচল করতে পারবেন। ব্রিজটি উদ্বোধন করেছেন কেরালার পর্যটন মন্ত্রী পি এ মহম্মদ। তিনি বলেন, এই ব্রিজটি কেরালাকে পর্যটকদের কাছে আরো বেশি আকর্ষণীয় করে তুলবে।

Advertisements

ব্রিজটি (World Largest Glass bridge) থেকে দাঁড়িয়ে পর্যটকরা পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। দূরে কুট্টিকাল এবং কোক্কায়ার নামে দুটি ছোট ছোট জনপদ দেখা যায়। পৃথিবীর সবচেয়ে লম্বা কাচের সেতু। যা কেরালা তথা ভারতের পর্যটনের মুকুটে নয়া পালক। ব্রিজটিতে হাঁটার সময় পর্যটকদের নিরাপত্তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রিজটিতে চলাচলের জন্য বিশেষ ধরনের জুতো পরতে হবে। এছাড়াও, ব্রিজটিতে হাঁটার সময় কোনও নির্দিষ্ট গতিতে হাঁটতে হবে।

Advertisements

ব্রিজটি কেরালায় পর্যটনের নতুন বিস্ফোরণ ঘটাতে পারে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করবে বলে আশা করা হচ্ছে। ব্রিজটি (World Largest Glass bridge) তৈরির কাজ ২০২২ সালের জুলাই মাসে শুরু হয়েছিল এবং ২০২৩ সালের জুন মাসে শেষ হয়। একইসঙ্গে উদ্বোধন করা হয় একটি ট্যুরিজম পার্কও। স্কাই উইং, স্কাই রোলার, স্কাই সাইক্লিং এবং রকেট ইনজেক্টর, বিশালাকৃতির দোলনা এবং জিপ লাইন সহ একধিক রোমাঞ্চকর এবং মনোরঞ্জনের বিষয়বস্তু রয়েছে এই ট্যুরিজম পার্কে। ব্রিজটিতে হাঁটার অভিজ্ঞতা এক কথায় অসাধারণ।

ব্রিজটিতে হাঁটার সময় একটু ভয় লাগলেও, সেটিই এটিকে আরও রোমাঞ্চকর করে তোলে। ব্রিজটি থেকে দাঁড়িয়ে নিচে তাকালে মনে হয় যেন যেকোনো সময় নীচে পড়ে যাওয়া যাবে। কিন্তু ব্রিজটি অত্যন্ত নিরাপদ, তাই ভয়ের কিছু নেই। ব্রিজটি ইদুক্কি জেলার ওয়াগামন অঞ্চলে অবস্থিত। ওয়াগামন তিরুবনন্তপুরম থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ঝুলন্ত কাচের সেতু এবং এই ট্যুরিজম পার্কের চিন্তাভাবনা নিয়েছিল পর্যটন প্রমোশন কাউন্সিল এবং ভারত মাতা ভেনচরস প্রাইভেট লিমিটেড। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে ৩ কোটি টাকা ব্যয়ে এই ঝুলন্ত কাচের ব্রিজটি নির্মাণ করা হয়। ব্রিজটি থেকে দাঁড়িয়ে পাহাড়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায়। দূরে কুট্টিকাল এবং কোক্কায়ার নামে দুটি ছোট ছোট জনপদ দেখা যায়।

Advertisements