নিজস্ব প্রতিবেদন : চলতি বছর স্বাধীনতা দিবসে লালকেল্লায় বক্তব্য রাখার সময়ই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) আভাস দিয়েছিলেন বিশ্বকর্মা পুজোর সময় বেশ কিছু প্রকল্প শুরু করবেন। সেই মতো রবিবার ১৭ অক্টোবর প্রধানমন্ত্রীর নিজের জন্মদিনে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন। এই সকল প্রকল্পগুলি দেশের সাধারণ মানুষদের স্বনির্ভর হতে সাহায্য করবে তা নিয়ে কোন সন্দেহ নেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজের ৭৪ তম জন্মদিনে যে সকল প্রকল্পের উদ্বোধন করেন তার মধ্যে অন্যতম হলো নতুন দিল্লির দ্বারকায় এক্সপো সেন্টার যশোভূমি (YashoBhoomi), উদ্বোধন করেন PM বিশ্বকর্মা (PM Vishwakarma) প্রকল্পের। পিএম বিশ্বকর্মা প্রকল্পের জন্য কেন্দ্রের তরফ থেকে ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে। চলুন দেখে নেওয়া যাক এই প্রকল্পের সুবিধা কারা পাবেন এবং কি কি সুবিধা দেওয়া হবে।
প্রধানমন্ত্রীর জন্মদিনে নিজের হাতে প্রধানমন্ত্রী যে পিএম বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধন করেছেন তার সুবিধা পাবেন দেশের শিল্পী, কারিগর তথা ছোট ব্যবসায়ীরা। দেশের আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের জন্য এই প্রকল্পের উদ্বোধন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ তার ভাষণে জানান, ‘গরিবের ছেলে মোদী আপনাদের সেবায় সদা তৎপর।’
প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প ২০২৩-২৪ অর্থবছর থেকে ২০২৭-২৮ অর্থ বর্ষ পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে। এই প্রকল্পে যারা সুবিধা পাবেন তাদের ১৫০০০ টুলকিট দেওয়া হবে। সুবিধাভোগীদের ৫০০ টাকার স্টাইপেন্ডে মৌলিক দক্ষতার প্রশিক্ষণ দেবে কেন্দ্র। এছাড়াও এই প্রকল্পের আওতায় কোনরকম জামানত ছাড়াই ৩ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এছাড়াও যে সকল জিনিসপত্র তৈরি করা হবে সেই সকল জিনিসপত্রের গুণগতমানের শংসাপত্র, ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপনের জন্য সাহায্য করা হবে।
এই প্রকল্পের সুবিধা পাবেন মোট ১৮ ধরনের শিল্পী এবং কারিগররা। এই প্রকল্পের যারা সুবিধা পাবেন তারা হলেন কাঠমিস্ত্রি, কামার, স্বর্ণকার, রাজ মিস্ত্রি, নাপিত, মালাকার, ধোপা, দর্জি, ছুতোর, অস্ত্রকার, ভাস্কর, পাথর খোদাইকারী, পাথর ভাঙার কর্মী, মুচি বা জুতা প্রস্তুতকারক, নৌকা নির্মাতারা।