নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো বৃহত্তর টেলিকম বাজারে এখন একচ্ছত্র রাজ তৈরি করেছে মুকেশ আম্বানির (Mukesh Ambani) জিও (Jio)। তাদের এমন প্রতিপত্তি বৃদ্ধি সৃষ্টি হয় যখন থেকে তারা দেশে প্রথম 4G পরিষেবা লঞ্চ করে। নতুন পরিষেবা পাওয়ার পর ঝড়ের গতিতে তাদের ব্যবসা বৃদ্ধি পেতে শুরু করে, অন্যদিকে অন্যান্য টেলিকম সংস্থাগুলি ধাপে ধাপে তলিয়ে যেতে শুরু করে।
মুকেশ আম্বানির Jio কেবলমাত্র গ্রাহকদের 4G পরিষেবা দিয়েই থেমে থাকেনি। এরপর তারা একের পর এক নতুন পরিষেবায় হাত দিতে শুরু করে। বর্তমানে তারা দেশে ইতিমধ্যেই লঞ্চ করে দিয়েছে 5G পরিষেবা, জিও ফাইবার থেকে কত কি। আর এসবের মধ্যেই এবার গণেশ চতুর্থীর দিন অর্থাৎ ১৯ অক্টোবর তারা লঞ্চ করতে চলেছে জিও এয়ার ফাইবার (Jio AirFiber)। জিও এয়ার ফাইবার একেবারেই নতুন ধরনের পরিষেবা, স্বাভাবিকভাবেই এই পরিষেবা নিয়ে গ্রাহকদের মধ্যে কৌতুহল চরমে।
জিওর নতুন এই পরিষেবা পুরোপুরি ভাবে ওয়্যারলেস পরিষেবা। অর্থাৎ এই পরিষেবার জন্য বাড়িতে ফাইবার বা তার টানার দরকার নেই। জিওর তরফ থেকে দাবি করা হচ্ছে নতুন এই ডিভাইসের মাধ্যমে যারা ইন্টারনেট পরিষেবা নেবেন তারা ১.৫ Gbps পর্যন্ত স্পিড পাবেন। এই ধরনের ইন্টারনেট পরিষেবা বাড়িতে ব্যবহার করার পাশাপাশি ব্যবহার করা যাবে অফিসেও।
জিও এয়ার ফাইবার 5G প্রযুক্তির মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে ইন্টারনেট পরিষেবা, তাও আবার কোনরকম তার ছাড়া। এই ইন্টারনেট পরিষেবার মাধ্যমে বাফারিং ছাড়াই ভিডিও কনফারেন্স থেকে শুরু করে হাই ডেফিনেশন ভিডিও দেখার মত সুযোগ পাবেন গ্রাহকরা। ভারতের বাজারে জিওর এই নতুন ডিভাইস রীতিমতো বিপ্লব এনে দিতে চলেছে তা নিয়ে কোন সন্দেহ নেই। এখন প্রশ্ন হলো নতুন এই ডিভাইসের দাম কত হতে চলেছে?
জিও এয়ার ফাইবারের দাম ৬০০০ টাকা হতে পারে। যদিও এর দাম সম্পর্কে এখনো পর্যন্ত সঠিকভাবে কিছু জানানো হয়নি সংস্থার তরফ থেকে। এক্ষেত্রে এর ঠিক দাম কত হবে তা জানতে অপেক্ষা করতে হবে গণেশ চতুর্থীর দিন এই ডিভাইসের লঞ্চ হওয়া পর্যন্ত।