How much electricity can a fan consume per month: অসহ্য গরমের হাত থেকে রেহাই পেতে আশা করি বেশিরভাগ মানুষের ঘরেই সারাক্ষণ ফ্যান ঘুরতে থাকে। আর যদি ঘরে শিশুরা কিংবা বয়োজ্যেষ্ঠ কেউ থাকে থাকলে তাহলে তো কথাই নেই। তীব্র গরমে ঠান্ডা ফ্যানের হাওয়া আরাম দিলেও মাসের শেষে বিদ্যুৎ বিল দেখে চক্ষু চড়কগাছ হয়ে যায় আমজনতার। কিন্তু আপনারা কি আসলে জানেন একটি ফ্যান চালাতে মাসে কেমন খরচ হতে পারে (Electric consumption of Fan)?
আপনার মাসিক বিদ্যুৎ বিল বিভিন্ন কারণে বিদ্যুৎ বিল বেশি আসতে পারে। যদি আপনি ঠান্ডা মাথায় হিসাব করেন তাহলে বের করতে পারবেন একটি ফ্যানের এক মাসের বিদ্যুৎ বিল কত হতে পারে? অনেকেই সঠিক হিসাব জানেন না যে একটি ফ্যান কত বিদ্যুৎ খরচ করে। আপনি ফ্যান বা এসি যেটাই ব্যবহার করুন না কেন কিছু টিপস মেনে ব্যবহার করলে বিদ্যুৎ বিল আসবে সাধ্যের মধ্যেই। চলুন জেনে নেওয়া যাক একটি ফ্যানে মাসে কত বিল আসতে পারে (Electric consumption of Fan)।
একটি সিলিং ফ্যান নানা ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতির মত যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ খরচ করে। যেকোনো বাড়িতেই সিলিং ফ্যান একটানা অনেকক্ষন ধরে চলে, সেই কারণে কোম্পানিগুলো বেশি পাওয়ার যুক্ত ফ্যান তৈরি করে থাকে। স্বাভাবিকভাবে একটি সিলিং ফ্যান ৭০ ওয়াট থেকে ১০০ ওয়াট হয়। তাহলে হিসাব করলে জানা যায় যে, একটি সিলিং ফ্যান ৭০ ওয়াটের হয়। যদি এক ঘণ্টায় ৭০ ওয়াট বিদ্যুৎ খরচ (Electric consumption of Fan) হয়, তবে দিনে ১০ ঘণ্টা একটি ফ্যান চললে খরচ হবে ১০×৭০ = ৭০০ ওয়াট শক্তি।
তাহলে চটজলদি দেখে নিন বিস্তারিত হিসাবটি। বিদ্যুৎ বিল প্রতি ইউনিট যদি হয় ৭ টাকা ৫০ পয়সা তাহলে ১০ ঘণ্টায় দিনে ০.৭ ওয়াট × ৭.৫০ = ৫.২৫ টাকা খরচ হবে। অর্থাৎ একদিনে একটি ফ্যানের জন্য খরচ হবে ৫.২৫ টাকা। তাহলে এক মাসে খরচ হবে (Electric consumption of Fan) ৫.২৫×৩০= ১৫৭.৫ টাকা অর্থাৎ প্রায় ১৫৮ টাকা।
আরো কিছু বিভিন্ন ধরনের পদ্ধতি জেনে নিন। উদাহণস্বরূপ বলা যেতে পারে, আপনার ঘরের ফ্যানটি যদি ১০০ ওয়াটের হয় তাহলে ১০ ঘণ্টা চললে মোট ১০×৩০ = ৩০০ ঘণ্টা চলবে মাসে। বিদ্যুৎ খরচ দাঁড়ায়, ১০০×৩০০ ওয়াট বা ঘণ্টা=৩০,০০০ ওয়াট বা ঘণ্টা। ৩০,০০০÷১০০০ ইউনিট=৩০ ইউনিট। বিদ্যুৎ বিল যদি প্রতি ইউনিট ৭ টাকা ৫০ পয়সা তাহলে ফ্যানের এক মাসে খরচ হবে ৩০×৭.৫০ = ২২৫ টাকা। কিন্তু এটি সম্পূর্ণই আপনার ফ্যানের পাওয়ার এবং বিদ্যুতের ইউনিটের উপর নির্ভর করবে। সম্প্রতি বাজারে বহু কম পাওয়ারযুক্ত ফ্যান বেরিয়েছে, তাতে মাস গেলে খরচ হবে আরও কম।