দিন যত না এগোচ্ছে ততই যেন কেন্দ্রীয় সরকারের তরফে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নততর করে গড়ে তোলা হচ্ছে। নানান জায়গায় চলছে রেল সম্প্রসারণের কাজও। আর এবার যাত্রী সুবিধার্থে বড় ঘোষনা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। তৈরি হতে চলেছে নতুন জাতীয় সড়কপথ।
যোগীর সময়ের আগে উত্তরপ্রদেশকে ‘ল্যান্ডলকড স্টেট’ বলা হত যার অর্থ এমন এক রাজ্য যার বাকি রাজ্যের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা একবারেই অনুকূল নয়। সংযোগ স্থাপন অত্যন্ত কষ্টসাধ্য। কিন্তু যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হয়ে আসার পর রঙ রূপ বদলেছে সে রাজ্যের। তার হাত ধরে উন্নয়ন আকাশ ছুঁয়েছে। উন্নয়নকে পাথেয় করেই সামনের দিকে এগিয়ে চলেছেন তিনি। তার ফল স্বরূপ নতুন জাতীয় সড়কপথ নির্মাণ হতে চলেছে।
আরও পড়ুন: Yellow Taxi: নতুন রূপে শহরের রাস্তায় দেখা যাবে কলকাতার ‘আইকন’ হলুদ ট্যাক্সিকে
জানেন কোথায় হবে এই নির্মাণ? জানা গিয়েছে, গোরক্ষপুর থেকে শিলিগুড়ি ও বারাণসী থেকে কলকাতা পর্যন্ত নতুন জাতীয় সড়ক তৈরির ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। যা অর্থনীতিতে বড় রদবদল আনবে।
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের একটি সমীক্ষা বলছে, পরিকাঠামো নির্মাণ এর কাজে যে অর্থ ব্যয় করা হয় তা উত্তরপ্রদেশের মোট জিডিপির প্রায় ২.৫ থেকে ৩ গুণ রিটার্ন আনে। যা অর্থনীতির ক্ষেত্রে অত্যন্ত ভালো লক্ষন। উত্তরপ্রদেশের মানবসম্পদ ও বিপুল সম্ভাবনা নেহাতই কিছু কম নয়। তাই এইগুলি কাজে লাগিয়ে উন্নয়নের দিক থেকে শীর্ষে যাওয়ার পরিকল্পনা রয়েছে মুখ্যমন্ত্রীর। তাই ‘ল্যান্ডলকড স্টেট’-এর ধারণা সম্পূর্ণ বদলে নিয়ে এক নতুন সংযোগ ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর সে রাজ্যের প্রশাসন।
প্রসঙ্গত, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি সম্প্রতি লখনউয়ে এসেছিলেন। সেখানেই তিনি এই জাতীয় সড়ক নির্মাণের কথা ঘোষণা করেন। তিনি আরও বলেন, ৭৫ হাজার কোটি টাকার বিনিয়োগ হতে চলেছে। যার মাধ্যমে এই প্রকল্পগুলি ওই অঞ্চলের সড়ক পরিবহনের ব্যাপক উন্নতি ঘটাবে। যা অর্থনীতির পথ আরও সুগম করবে বলেই মনে করা হচ্ছে।