নিজস্ব প্রতিবেদন : বর্তমান সময়ে দেশের অধিকাংশ মানুষ তাদের কষ্টার্জিত টাকা-পয়সা এদিক-ওদিক ফেলে না রেখে সরাসরি ব্যাংকে জমা রাখতে পছন্দ করেন। ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে দুই ধরনের সুবিধা হয়। একদিকে যেমন জমা রাখা টাকার উপর মেলে সুদ, ঠিক সেই রকমই আবার জমা থাকা টাকার উপর পাওয়া যায় নিরাপত্তা। তবে এসবের মধ্যেও বেশকিছু ব্যাংক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) তরফ থেকে জারি করা নিয়ম কানুন লংঘন করে থাকে আর সেই সকল ব্যাংকের উপর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিভিন্ন ধরনের বিধি নিষেধ জারি করে। ঠিক সেই রকমই এবার বিধি-নিষেধের শিকার হল ব্যাঙ্ক অফ বরোদা (Bank of Baroda)।
দেশের যে সকল ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানের উপর সবসময় কড়া নজরদারি চালায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এমন নজরদারি চালানো হয় মূলত যাতে করে গ্রাহকদের কষ্টার্জিত টাকা পয়সা সুরক্ষিত থাকে। আর যখনই কোন ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান নিয়ম লঙ্ঘনের আওতায় পড়ে যায় তখনই তার উপর নানান ধরনের বিধি নিষেধ জারি করা হয়।
সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে ব্যাঙ্ক অফ বরোদার উপর তাদের BoB World মোবাইল অ্যাপ নিয়ে বড়সড়ো নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অবিলম্বে তাদের এই মোবাইল অ্যাপের মাধ্যমে নতুন গ্রাহক সংযুক্ত করার কাজ বন্ধ করে দেয়। যেভাবে এই অ্যাপের মাধ্যমে গ্রাহকরা অনবোর্ড হচ্ছিলেন তা উদ্বেগ জনক বলেই দাবি করা হচ্ছে এবং তারই পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯ এর ৩৫এ ধারার আওতায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এমন সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। তবে এই নির্দেশের অর্থ এমন নয় যে ব্যাঙ্ক অফ বরোদাকে তাদের ওই অ্যাপের মাধ্যমে আজীবন গ্রাহক সংযুক্ত করার কাজ বন্ধ রাখতে হবে। ব্যাঙ্ক অফ বরোদা পুনরায় তাদের এই কাজ শুরু করতে পারে যদি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে যে সকল জায়গায় সন্দেহ প্রকাশ করা হচ্ছে সেগুলি সংশোধন করে দেয়।
তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিধি নিষেধের ফলে ব্যাঙ্ক অফ বরোদার যে সকল বর্তমান গ্রাহক রয়েছেন তাদের কোনরকম অসুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে। কেননা ইতিমধ্যেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ বরোদা কর্তৃপক্ষ তাদের বর্তমান গ্রাহকদের যাতে কোন অসুবিধা না হয় তার দিকে নজর দিতে বলা হয়েছে।