চলতি মাসেই আকাশে দেখা যাবে মহাজাগতিক বিরল ঘটনা রিং অফ ফায়ার! কখন, কোথায়?

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : মহাকাশের মহাজাগতিক ঘটনা দেখার জন্য বহু মানুষ মুখিয়ে থাকেন। আবার সেই সকল ঘটনা যদি বিরল ঘটনা হয় তাহলে তো বলার কিছু নেই, জ্যোতির্বিদ্যা নিয়ে আগ্রহ রয়েছে এমন মানুষদের কাছে তখন তা ডবল বেনিফিট হয়ে দাঁড়ায়। যে কারণেই মহাকাশের মহাজাগতিক ঘটনা সূর্যগ্রহণ থেকে শুরু করে চন্দ্রগ্রহণ অথবা অন্যান্য সব মুহূর্ত দেখার জন্য মুখিয়ে থাকেন জ্যোতির্বিদ্যায় আগ্রহ থাকা মানুষেরা। ঠিক সেই রকমই এবার একটি বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব আর সেই ঘটনা হলো রিং অফ ফায়ার (Ring Of Fire)।

Advertisements

বিরল মহাজাগতিক ঘটনার রিং অফ ফায়ার দেখার জন্য খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। কেননা এই বিরল মহাজাগতিক ঘটনা জড়িয়ে রয়েছে সূর্যগ্রহণের (Solar Eclipse) সঙ্গে। আগামী ১৪ অক্টোবর শনিবার মহালয়ার দিন রয়েছে সূর্যগ্রহণ আর ঐ সূর্য গ্রহণের সময়ই দেখা যাবে এমন বিরল ঘটনা রিং অফ ফায়ার। এবারের সূর্যগ্রহণ বলয়গ্রাস সূর্যগ্রহণ হওয়ার কারণে এমন দৃশ্যের সাক্ষী থাকবে বিশ্ব।

Advertisements

২০১২ সালে এমন রিং অফ ফায়ার অর্থাৎ বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখার আনন্দ উপভোগ করা গিয়েছিল বিশ্বের বিভিন্ন জায়গা থেকে। এবার ১১ বছর পর ফের এইরকমই একটি রিং অফ ফায়ার দেখতে পাবে বিশ্বের একাংশের মানুষ। শনিবার চাঁদ সূর্যের সামনে অবস্থান করবে এবং সেই সময় চাঁদের ছায়া পৃথিবীর একাংশের উপর এসে পড়বে। আর তখনই হবে সূর্যগ্রহণ এবং সেই সময় লক্ষ্য করা যাবে এমন রিং অফ ফায়ার।

Advertisements

১৪ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন যে সূর্যগ্রহণ রয়েছে সেই সূর্য গ্রহণ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী রাত ৮:৩৪ মিনিটে। এই গ্রহণ চলবে মধ্যরাত্রি অর্থাৎ রাত ২:২৫ মিনিট পর্যন্ত। ভারতে রাত হওয়ার ফলে এই সূর্য গ্রহণ দেখার সুযোগ পাবেন না ভারতীয়রা। তবে বিশ্বের অনেক দেশ এই সূর্য গ্রহণ দেখার সুযোগ পাবে এবং তারা রিং অফ ফায়ার দেখারও সুযোগ পাবে।

তবে ১১ বছর পর ঘটতে চলা এমন মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে পারবেনা ভারত। কেননা ওই সময় ভারতে রাত। তবে এই ঘটনার সাক্ষী থাকবে মার্কিন যুক্তরাষ্ট্রের বেশিরভাগ অংশ, মেক্সিকো এবং দক্ষিণ ও মধ্য আমেরিকা। বিশেষ করে মধ্য আমেরিকার পশ্চিম গোলার্ধে এই বিরল দৃশ্যের সাক্ষী থাকতে দেখা যাবে সেখানকার মানুষদের।

Advertisements