He was the richest man ever in the world: বর্তমান যুগে বিশ্বের সবথেকে ধনী ব্যক্তিদের কথা ভাবলি আমাদের প্রথমেই মাথায় আসে এলন মাস্ক কিংবা মুকেশ আম্বানির কথা। কিন্তু প্রাচীন ইতিহাস ঘাটলে এমন অনেক ব্যক্তির সন্ধান পাওয়া যায় যাদের সম্পত্তির পরিমাণ এদের থেকে অনেক গুণ বেশি ছিল। বিশ্ব ইতিহাসের সবথেকে ধনীতম ব্যক্তি (Richest Man Ever) হওয়ার কৃতিত্ব অধিকার করেছিলেন মানসা মুসা নামে একজন ব্যক্তি। তিনি ছিলেন আসলে চতুর্দশ শতকের আফ্রিকার মানুষ।
কে এই মানসা মুসা? কোথায় জন্ম হয়েছিল তার? পশ্চিম আফ্রিকার মালি রাজ্যে ১২৮০ খ্রিস্টাব্দে তার জন্ম হয়। তিনি মালির রাজা হয়েছিলেন আনুমানিক ১৩১২ খ্রিষ্টাব্দে। তার মোট সম্পত্তির পরিমাণ আপনাকে আশ্চর্য করে দেবে, ৪০০ বিলিয়ান মার্কিন ডলারের মালিক ছিলেন তিনি। এখনকার ধনী ব্যক্তিদের তিনি সহজেই টেক্কা দিতে পারতেন (Richest Man Ever)। তার বিশাল সম্পত্তির আসল কারণ ছিল মালি সাম্রাজ্যের প্রাকৃতিক সম্পদ।
মালি সাম্রাজ্যের দক্ষিণের দেশগুলোতে ছিল প্রচুর পরিমাণে সোনার খনি, যেখান থেকে সোনা উত্তোলন করা হতো। আর উত্তরের দেশগুলোতে উৎপাদন করা হতো নুন। সেই সময় সোনা এবং নুন দুটোই অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত হতো। মানসা মুসার (Richest Man Ever) রাজ্য অর্থাৎ মালি এই দুই সম্পদের মাঝখানে অবস্থিত হওয়ার কারণে দিনকে দিন ফুলে ফেঁপে উঠতে থাকে।
মানসা মুসার রাজ্য সেই সময়ে যথেষ্ট বড় ছিল এবং তিনি আফ্রিকার বিভিন্ন রাজ্যের উপর রাজত্ব করতেন। মানসা মুসার মালি সাম্রাজ্যের রাজধানী ছিল টিম্বাকটু। তার অধীনে থাকা উল্লেখযোগ্য রাজ্যগুলি হল আইভোরি কোস্ট, সেনেগাল, মালি ও বুরকিনা ফাসো। তিনি শুধু একজন ধনী ব্যক্তি নন (Richest Man Ever), শাসক হিসেবে তিনি যথেষ্ট দক্ষ ছিলেন এবং তিনি ছিলেন একজন দয়ালু, বুদ্ধিমান এবং উদার ব্যক্তি। তার নাম ইতিহাস জুড়ে যথেষ্টই প্রশংসিত।
পৃথিবী এই সব থেকে ধনীতম ব্যক্তি হজ যাত্রার জন্য মক্কা ভ্রমণ করেছিলেন ১৩২৪ সালে। মানসা মুসা যাত্রা করার সময় ১০০টি উট, বিপুল পরিমাণ সোনা, ১২,০০০ জন চাকর এবং ৬০,০০০ ক্রীতদাস নিয়ে সৌদি আরবের মক্কায় ভ্রমণ করেছিলেন। ইতিহাসবিদ এবং পণ্ডিতরা মনে করেছেন যে, তিনি যখন হজযাত্রা করেছিলেন সেই সময় ১৮ টন সোনা নিয়ে যেতে পারেন, যার বর্তমান মূল্য ৯৫৬ মিলিয়ন ডলারেরও বেশি।