Remuneration of Arijit Singh: চাইলে আপনার বিয়ের অনুষ্ঠানেও আনতে পারেন অরিজিৎ-কে, তবে পকেট থেকে খসবে ‘এত’ টাকা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Remuneration of Arijit Singh for private occasions: বাংলার ছেলে প্লেব্যাক সিঙ্গার অরিজিৎ সিংকে চেনেন না এমন মানুষ ভারত কেন গোটা বিশ্বেও নেই। বলিউড থেকে টলিউড সব জায়গাতেই তার একছত্র আধিপত্য। তাকে ছাড়া বলি কিংবা টলি সব জায়গারই প্লেব্যাক সিঙ্গিং একেবারে অচল। তবে জীবনের পথ চলা মোটেই মসৃণ ছিল না তার। ২০০৫ সালে “ফেম গুরুকুল” নামে একগানের রিয়ালিটি শো দিয়ে তার পথচলা শুরু হয়েছিল। তবে সেই রিয়ালিটি শো জিততে না পারলেও সমাদৃত হয়েছিল তার গায়কি। সেখান থেকে উঠে এসে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসিয়েছেন। তবে নিজের কোন শুভদিনে বাংলার এই সোনার ছেলেকে দিয়ে যদি গান গাওয়াতে চান কত খরচ করতে হবে ধারণা আছে কি আপনার (Remuneration of Arijit Singh)?

Advertisements

বর্তমানে বহু গায়ক-গায়িকা বিয়ে কিংবা রিসেপশন অথবা অন্য কোন বিশেষ দিনে গান করার জন্য হাজির থাকেন। সেই তালিকায় নাম আছে অরিজিৎ সিং এর। কিন্তু জানেন কি আপনার শুভ দিনটিকে আরো স্মৃতি মধুর করে তুলতে তাকে কত পারিশ্রমিক দিতে হবে? বেশ মোটা অংকের পারিশ্রমিক নেন প্লে-ব্যাক সিঙ্গার অরিজিৎ সিং (Remuneration of Arijit Singh)।

Advertisements

একটি সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে, যেকোনো বিশেষ অনুষ্ঠানে গান গাইবার জন্য অরিজিৎ সিং পারিশ্রমিক নেন প্রায় পাঁচ কোটি টাকা। বলিউড কিংবা টলিউড যেকোনো জায়গার অন্যান্য প্লেব্যাক সিঙ্গারদের থেকে অনেকটাই বেশি চার্জ করেন তিনি (Remuneration of Arijit Singh)। তবে তিনি করবেন নাই বা কেন, তার মত এত বড় ট্যালেন্ট সত্যিই খুঁজে পাওয়া যায় না।

Advertisements

শুধুমাত্র দেশের মাটিতে নয় বিদেশে ও বিভিন্ন জায়গায় কনসার্ট করে বেড়াচ্ছেন অরিজিৎ সিং। তার যে কোন জায়গার কনসার্টের টিকিটের দামও হয় আকাশছোঁয়া। তবুও তার কনসার্টে ভিড়ের এক ফোঁটাও কমতি হয় না। বাংলার মুর্শিদাবাদের জিয়াগঞ্জ এর সাধারণ এই ছেলেটি বর্তমানে গোটা বিশ্বের নয়নের মনি। স্বাভাবিকভাবে তার পারিশ্রমিক হবে সবার থেকে আলাদা (Remuneration of Arijit Singh)।

যে গানটি তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল সেটি হল ২০১৩ সালে মুক্তি পাওয়া ‘আশিকি টু’ সিনেমার “তুম হি হো” গানটি। গানটি এত পরিমানে জনপ্রিয়তা লাভ করেছিল যে ২০১৪ সালের সব কটি অ্যাওয়ার্ড ফাংশনে সেরা গায়কের পুরস্কার পেয়েছিলেন বাংলার এই ছেলেটি।

Advertisements