নিজস্ব প্রতিবেদন : বর্তমানে পশ্চিমবঙ্গে মোট পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এক জায়গা থেকে অন্য জায়গা ছুটে চলেছে। পাঁচটি রুটের জন্য পাঁচটি বন্দে ভারত আগেই ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে দেওয়া হয়েছে। তবে এরই মধ্যে নতুন আরও একটি বন্দে ভারত হাওড়ায় আনা হলো। উল্লেখযোগ্য বিষয়টি হলো এই নতুন বন্দে ভারত ট্রেনটি কোন রুট পাচ্ছে না। তাহলে কেন আনা হল? এর পিছনে যে কারণ রয়েছে তা শুনলে আপনি আনন্দে লাফাবেন।
প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় রেল পরিষেবার ওপর ভর করে যাতায়াত করে থাকেন। যে কারণে রেল পরিষেবায় কোনরকম আঘাত ব্যাঘাত এলেই প্রচুর মানুষকে অসুবিধার সম্মুখীন হতে হয়। তবে রেলের তরফ থেকে সবসময়ই চেষ্টা চালানো হয়ে যাতে যাত্রীরা সুষ্ঠুভাবে পরিষেবা পান। রেলের তরফ থেকে যাত্রীদের সুষ্ঠুভাবে পরিষেবা দেওয়ার জন্যই চালু করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের মত প্রিমিয়াম ট্রেন।
পশ্চিমবঙ্গে বর্তমানে যে পাঁচটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস যাতায়াত করছে সেই সকল রুটগুলির মধ্যে রয়েছে, হাওড়া নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি হাওড়া, নিউ জলপাইগুড়ি গুয়াহাটি এবং গুয়াহাটি নিউ জলপাইগুড়ি, হাওড়া পুরী এবং পুরি হাওড়া, হাওড়া রাঁচি এবং রাঁচি হাওড়া ও হাওড়া পাটনা এবং পাটনা হাওড়া।
নতুন যে বন্দে ভারতের রেক হাওড়ায় আনা হয়েছে সেই ট্রেনটি ১৬ কোচের। এই বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়ায় রাখা হবে মূলত অতিরিক্ত রেক হিসাবে। এক্ষেত্রে যখন যে রুটে প্রয়োজন হবে তখন সেই রুটে এই ট্রেনটিকে চালানো হবে। এতদিন হাওড়া স্টেশন থেকে বিকল্প বন্দে ভারতের কোন ব্যবস্থা ছিল না এবং তার ফলে কোন রুটের বন্দে ভারত যান্ত্রিক ত্রুটি অথবা অন্য কোন সমস্যায় পড়লে তা চালানো যেত না।
বিকল্প বন্দে ভারত রেক হিসাবে এবার হাওড়া স্টেশনে যে ট্রেনটি আনা হয়েছে তার ফলে যদি কোন রুটের বন্দে ভারতে যান্ত্রিক ত্রুটি দেখা যায় তাহলে সেই ট্রেনটির পরিবর্তে এই অতিরিক্ত রেকটিকে পাঠানো হবে। এর ফলে যান্ত্রিক ত্রুটির কারণে কোন বন্দে ভারত বাতিল করতে হবে না বলেই আশা করা হচ্ছে। আগে হাওড়ায় এইরকম কোন ব্যবস্থা ছিল না। তবে শেষমেশ সেই ব্যবস্থা করা হলো রেলের তরফ থেকে।