Railway bonus: পুজোর আগেই মালামাল! বোনাসের অঙ্কে মুচকি হাসি রেলকর্মীদের, কত জানেন?

Prosun Kanti Das

Published on:

Advertisements

Railways is giving bonus to employees before Durga Puja: পুজো একে বারে নাকের ডগায় এসে পড়েছে। আর তার আগেই পকেট ভারী হতে চলেছে রেল কর্মীদের, তাদের বোনাস (Railway bonus) এর ঘোষনা করলেন মোদী সরকার। প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসটি (PLB) পাবে রেলের গ্রুপ সি এবং ডি এর কর্মীরা। পুজোর আগেই এই ধরনের ঘোষণায় স্বাভাবিকভাবে খুশি হয়েছে রেল কর্মচারীরা। গতবছর সরকারের পক্ষ থেকে বোনাস ঘোষণা করা হয়েছিল ১৮৩২ কোটি টাকা। গত বছর রেলের ১১ লাখেরও বেশি কর্মীকে ৭৮ দিনের বোনাস দেওয়া হয়েছিল।

Advertisements

তবে চলতি বছরে প্রদত্ত অর্থের পরিমান বেড়েরেছে। কেন্দ্র সরকার এই বছর ১৯৬৮.৮৭ কোটি টাকার বোনাস (Railway bonus) দেবে। তার কারণ বর্তমানে কর্মী সংখ্যা বেড়ে প্রায় ১২ লক্ষ হয়েছে। তবে এই বছরও ৭৮ দিনেরই বোনাস দেওয়া হচ্ছে। রেল মন্ত্রক জানিয়েছে যে, ২০২২ থেকে ২০২৩ সালে রেল কর্মীদের পারফরম্যান্স খুবই ভালো ছিল। ভারতীয় রেল ১৫০৯ মিলিয়ন টন রেকর্ড কার্গো লোড করেছে এবং প্রায় ৬.৫ বিলিয়ন যাত্রী পরিবহন করেছে।

Advertisements

কারা পাচ্ছে এই বোনাস? রেলের সমস্ত নন-গেজেটেড কর্মীদের ৭৮ দিনের বেতনের সমান বোনাস (Railway bonus) দেওয়া হয় বরাবর। যারা রেলের গ্রুপ-ডি করবে তাদের বেতনের ভিত্তিতে এই বোনাস গণনা করা হয়। বর্তমানে, ষষ্ঠ বেতন কমিশন অনুসারে, সর্বনিম্ন বেতন যদি ৭০০ টাকা অর্থাৎ ৭৮ দিনের বোনাস হবে প্রায় ১৮ হাজার টাকা। ৭ম বেতন কমিশন অনুযায়ী, সর্বনিম্ন বেতন কমিয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। সেই বেতনের ভিত্তিতে বোনাস ৪৬ হাজার টাকার বেশি হতে পারে।

Advertisements

বোনাস (Railway bonus) সবসময়ই পারফরম্যান্সের ভিত্তিতে ঠিক করা হয়, কিন্তু ভারতীয় রেল কোন সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে রেলের আয় এবং ব্যয়ের দিকে অবশ্যই নজর রাখে। রেলের কর্মীদের বোনাস নির্ভর করে রেলের বার্ষিক আয় ও ব্যয়ের উপর ভিত্তি করে।

রেল কর্মীদের কবে দেওয়া হবে এই বোনাস? রেলের কর্মচারীরা দুর্গা পূজার বিজয় দশমী এবং দীপাবলীর আগে এই বোনাস হাতে পেয়ে যাবেন। পুজোর সময় সবাই পরিবার পরিজন নিয়ে আনন্দে দিন কাটায়, ফলে সেই সময় হাতে টাকা আসলে মন্দ হয়না। এই বোনাস হাতে পাওয়ার ফলে পুজোর মরশুমে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে, এমনটাই আশা করা যাচ্ছে।

Advertisements