নভেম্বর মাসে দেশে মোট ১৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রাজ্যে কতদিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বর্তমানে দেশের বড় সংখ্যার মানুষ নগদে লেনদেনের পরিবর্তে ডিজিটাল মাধ্যমে লেনদেন করে থাকেন। তবে ডিজিটাল মাধ্যমে লেনদেন করে থাকলেও প্রতিটি গ্রাহককেই কোন না কোন সময় ব্যাংকে যেতে হয়। আর্থিক লেনদেন ছাড়াও অন্যান্য বিভিন্ন কাজেও ব্যাংকের শাখায় যেতে হয় গ্রাহকদের। যে কারণে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) তরফ থেকে কোন মাসে কত দিন ব্যাংক বন্ধ (Bank Holidays) থাকবে সেই তালিকা প্রকাশ করা হয়ে থাকে।

Advertisements

উৎসবের মরশুমে অক্টোবর মাসে বিপুলসংখ্যক ছুটি ছিল দেশ এবং রাজ্যের ব্যাংক কর্মীদের। ঠিক সেই রকমই নভেম্বর মাসেও ছুটির সংখ্যা দীর্ঘ। গোটা দেশে সব মিলিয়ে ১৫ দিন বন্ধ থাকবে ব্যাংক। তবে রাজ্যের ভিত্তিতে ছুটির তালিকা আলাদা আলাদা। এই সকল ছুটির তালিকায় রয়েছে রবিবার এবং মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার। আগামী নভেম্বর মাসে কোন কোন দিন কোন রাজ্যে ব্যাংক বন্ধ থাকবে চলুন দেখে নেওয়া যাক সেই তালিকা।

Advertisements

১ নভেম্বর ২০২৩ বুধবার কন্নড় রাজ্য উৎসব উপলক্ষে বেঙ্গালুরু, সিমলা এবং ইম্ফলে বন্ধ থাকবে ব্যাংক।

Advertisements

৫ নভেম্বর ২০২৩ রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।

১০ নভেম্বর ২০২৩ শুক্রবার ওয়ানগালা উৎসব উপলক্ষে শিলংয়ে বন্ধ থাকবে ব্যাংকের শাখা।

১১ নভেম্বর ২০২৩ মাসের দ্বিতীয় শনিবার হওয়ার কারণে গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

১২ নভেম্বর ২০২৩ রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।

১৩ নভেম্বর ২০২৩ সোমবার গোবর্ধন পুজো, লক্ষ্মীপুজো, দীপাবলি এবং দিওয়ালি উপলক্ষে আগরতলা, গ্যাংটক, দেরাদুন, ইম্ফল, কানপুর, লখনৌ এবং জয়পুরে বন্ধ থাকবে ব্যাংক।

১৪ নভেম্বর ২০২৩ মঙ্গলবার দীপাবলি উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে আমেদাবাদ, বেলাপুর, গ্যাংটক, মুম্বাই, নাগপুর এবং বেঙ্গালুরুতে।

১৫ নভেম্বর ২০২৩ বুধবার ভাইফোঁটা এবং নিঙ্গল উৎসব উপলক্ষে গ্যাংটক, ইম্ফল, কানপুর, কলকাতা, লখনৌ এবং সিমলায় বন্ধ থাকবে ব্যাংক।

১৯ নভেম্বর ২০২৩ রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।

২০ নভেম্বর ২০২৩ সোমবার ছট পূজো উপলক্ষে ব্যাংক বন্ধ থাকবে পাটনা এবং রাঁচিতে।

২৩ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার সেং কুটস্নেম এবং এগাস-বাগওয়াল উপলক্ষে দেরাদুন এবং শিলংয়ে বন্ধ থাকবে ব্যাংক।

২৫ নভেম্বর ২০২৩ মাসের চতুর্থ শনিবার হওয়ার কারণে গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাংক।

২৬ নভেম্বর ২০২৩ রবিবার হওয়ার কারণে গোটা দেশে বন্ধ থাকবে প্রতিটি ব্যাংকের শাখা।

২৭ নভেম্বর ২০২৩ সোমবার কার্তিক পুজো এবং গুরু নানক জয়ন্তী উপলক্ষে আগরতলা, আইজল, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, দেরাদুন,জয়পুর, জম্মু, কানপুর, কোহিমা, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নতুন দিল্লি , রায়পুর, রাঁচি, সিমলা, শ্রীনগরে বন্ধ থাকবে ব্যাংক।

৩০ নভেম্বর ২০২৩ বৃহস্পতিবার কনকদাস জয়ন্তী উপলক্ষে ব্যাঙ্গালুরুতে ব্যাংক বন্ধ থাকবে।

Advertisements