SBI is going to bring surprise by collaborating with Ambani: আপনি যদি শপিং প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার জন্য দুর্দান্ত সুখবর! শপিং করা নিয়ে আর আপনাদের চিন্তা করতে হবে না। যারা শপিং ভালোবাসে তাদের জন্যই একটি বড় সিদ্ধান্ত নিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং রিলায়েন্স গ্রুপ। ভারতের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং রিলাইন্স গোষ্ঠীর এই সিদ্ধান্তের উপকৃত হবে বহু মানুষ (SBI Reliance Collabaration)।
সাধারণ মানুষকে চমকে দেবার জন্য এসবিআই এবং রিলায়েন্স হাত মেলালো একসাথে। তাই শপিং করতে গেলে আনন্দ হবারই কথা। গত মঙ্গলবার এসবিআই রিলায়েন্স রিটেইলের সহযোগিতায় রিলায়েন্স এসবিআই কার্ড চালু করেছে (SBI Reliance Collabaration)। তাই শপিং প্রেমীদের আনন্দ দ্বিগুণ হবে এটাই স্বাভাবিক। সামনেই আসছে দিওয়ালি তাই শপিং করার ইচ্ছা থাকলে এই কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ডের মাধ্যমে গ্রাহকরা রিলায়েন্সের বিভিন্ন রিটেইল আউটলেটে কেনাকাটা করতে পারবেন এবং সাথে পেয়ে যাবেন দুর্দান্ত লোভনীয় অফার।
কার্ডটি সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই আজকের প্রতিবেদনটি আপনাকে মন দিয়ে পড়তে হবে। কার্ডটি লঞ্চ করা হয়েছে দুটি ভিন্ন রূপে। রিলায়েন্স এসবিআই কার্ড এবং রিলায়েন্স এসবিআই কার্ড প্রাইম (SBI Reliance Collabaration)। যাদের কাছে এই কার্ড থাকবে তারা রিলায়েন্স এসবিআই কার্ড প্রাইমের জন্য বার্ষিক ৩,০০,০০০ টাকা এবং রিলায়েন্স এসবিআই কার্ডের জন্য ১,০০,০০০ টাকা ব্যয় করতে পারবেন।
কার্ডহোল্ডাররা মুদির দ্রব্য, জামাকাপড়, ফার্মা, এছাড়া অন্যান্য জিনিসেও পাবেন দুর্দান্ত ছাড়। যাদের কাছে এই কার্ড থাকবে তারা বিভিন্ন সুবিধা এবং পুরষ্কার ছাড়াও, ক্রমাগত ভিত্তিতে এসবিআই কার্ড দ্বারা প্রবর্তিত কাস্টমাইজড অফারগুলির সুবিধাও ভোগ করতে পারবেন। এক রিলায়েন্স আধিকারিক বলেছেন যে, এসবিআই কার্ডের সাথে আমাদের কো-ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড এই প্রতিশ্রুতির দিকে উল্লেখ্যযোগ্য একটি পদক্ষেপ। তিনি আরো বলেছেন যে, রিলায়েন্স এসবিআই কার্ড গ্রাহকদের সুবিধা প্রদান করবে এবং বিভিন্ন জিনিস পাবে বিশেষ ডিসকাউন্ট সহ অফার। শীর্ষস্থানীয় এসবিআই কার্ডের সাথে অংশীদারিত্ব করতে পারাটা সংস্থার কাছে একটি গুরুত্বপূর্ণ বিষয়(SBI Reliance Collabaration)।
গ্রাহকরা বিভিন্ন পুরষ্কারগুলি অনলাইনে এবং রিলায়েন্সের সমস্ত দোকানে কেনাকাটার সাথে পাবেন। গ্রাহকদের বাড়তি সুবিধা দিতে এসবিআই কার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে কোম্পানি যথেষ্টই আশাবাদী। এসবিআই কার্ডের এমডি ও সিইও অভিজিৎ চক্রবর্তী বলেন, রিলায়েন্স এসবিআই কার্ড হলো একটি সামগ্রিক পণ্য হিসাবে বিকশিত কার্ড, যা মূল ভোক্তা বিভাগগুলির জন্য প্রাসঙ্গিক। গ্রাহকদের কাছে এই কার্ডটি জনপ্রিয় ক্রেডিট কার্ড হয়ে উঠবে এমনটাই আশা করছে সংস্থা।