নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবাকে দিন দিন উন্নত করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালানো হচ্ছে ভারতীয় রেলের (Indian Railways) তরফ থেকে। রেল পরিষেবা ভারতীয় নাগরিকদের কাছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ পরিসেবা হওয়ার কারণে সবসময় এর ওপর আলাদা নজর দেওয়া হয়। রেলের তরফ থেকে এই পরিষেবাকে আরও উন্নত করার জন্য ট্র্যাকে নামানো বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express), আগামী দিনে আসতে চলেছে বুলেট ট্রেন (Bullet Train) সহ বিভিন্ন উন্নতমানের ট্রেন।
তবে অত্যাধুনিক এবং প্রিমিয়াম এই সকল ট্রেনের ভাড়া অনেক বেশি হওয়ার কারণে তা দেশের নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষদের কাছে অলীক স্বপ্নের মত। তবে রেল এই সকল মানুষদেরও কোনভাবে বঞ্চিত রাখতে চায় না। তাদের জন্য এবার রেলের তরফ থেকে ট্র্যাকে নামানো হচ্ছে বন্দে সাধারণ (Vande Sadharan)। এই ট্রেনটি বন্দে ভারত এক্সপ্রেসের মতো না হলেও এতে রয়েছে অনেক অত্যাধুনিক সুবিধা।
এই বন্দে সাধারণ ট্রেনটি নন এসি, তবে বিভিন্ন ধরনের নতুন নতুন সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। যে কারণে এই ট্রেনটিকে গরিবের বন্দে ভারত ট্রেন আখ্যা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই ট্রেনের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে। বুধবার অর্থাৎ ৮ নভেম্বর প্রথম এই ট্রেনের ট্রায়াল রান হয়। প্রথম এই ট্রায়াল রান হয় মুম্বাই থেকে আমেদাবাদের মধ্যে। এই ট্রায়াল রান সফল বলেই জানা যাচ্ছে, পাশাপাশি এই ট্রেনের ট্রায়াল রানের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গরিবের বন্দে ভারত অর্থাৎ বন্দে সাধারণ ট্রেনে মোট ২২ টি কোচ রয়েছে। কোচগুলি নন এসি। এতে রয়েছে স্লিপার কোচ এবং সাধারণ শ্রেণীর সিট। এই ট্রেনের সামনে এবং পিছনে রয়েছে লোকোমোটিভ। যে কারণে পুশ-পুল সিস্টেমে ট্রেনটিকে এক জায়গা থেকে অন্য জায়গা টেনে এবং ঠেলে নিয়ে যাওয়া হবে। এর ফলে ট্রেনের যাত্রীদের যাত্রা অনেক আরামদায়ক এবং দ্রুত গন্তব্যে পৌঁছে যেতে পারবে ট্রেনটি। ট্রেনটি সর্বোচ্চ ঘণ্টায় ১৩০ কিলোমিটার গতি বেগে ছুটবে।
? India's first Vande Sadharan train on trail run between Mumbai & Ahemdabad. (? – Anirudh27K) pic.twitter.com/a0735IZhx2
— Indian Tech & Infra (@IndianTechGuide) November 8, 2023
এই ট্রেনে সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে অন্যান্য অত্যাধুনিক নানান সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। মুম্বাই থেকে নতুন দিল্লি, হাওড়া থেকে নতুন দিল্লি, হায়দ্রাবাদ থেকে নতুন দিল্লি, এর্নাকুলাম থেকে গুয়াহাটি সহ বিভিন্ন রুটে এই ট্রেন চালু করা হবে বলে জানা যাচ্ছে। এই সকল রুটে এই ট্রেনটি চালু হলে বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। কেননা দূরপাল্লার রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে আগামী দিনে এই ট্রেন হতে চলেছে ভারতীয়দের ভবিষ্যৎ।