জয়েনিংয়েই ৪০ হাজার টাকা! হাতে সময় কম, রাজ্য পুলিশে চাকরির বড় সুযোগ

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : চাকরির খরা বাজারে এবার পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের (West Bengal Police) তরফ থেকে সরকারি চাকরির সুযোগ দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই এই বিষয়ে রাজ্য পুলিশের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগ্রহী চাকরি প্রার্থীরা সেই অনুযায়ী আবেদন করতে হবে। আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্য পদে নিযুক্ত হতে পারলেই প্রথমেই মিলবে ৪০ হাজার টাকা বেতন।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফ থেকে নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তাতে বলা হয়েছে, যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ের বাছাইয়ের পর চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে এবং নিয়োগ করা হবে। এর জন্য বিজ্ঞপ্তি অনুসারে যে ফরম্যাট দেওয়া হয়েছে সেই ফরম্যাটে আবেদন করতে হবে এবং প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা মেল আইডি বা ঠিকানায় পাঠাতে হবে। আবেদন করার শেষ তারিখ হল ২০ নভেম্বর ২০২৩।

Advertisements

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের তরফ থেকে নিয়োগের বিষয়ে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেই সংক্রান্ত আরও তথ্য জানার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। বিজ্ঞপ্তি অনুসারে জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ নিয়োগ করতে চলেছে সিনিয়ার এবং জুনিয়ার লিগ্যাল কনসালট্যান্ট। এই দুটি পদের জন্য মোট একজন করে দুজন নিয়োগ করা হবে।

Advertisements

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারীর বয়সসীমা সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি। নিয়োগের সময় প্রথমে ১ বছরের জন্য নিয়োগপত্র দেওয়া হবে এবং পরবর্তীতে কাজের ভিত্তিতে সেই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে। যে সকল চাকরিপ্রার্থীরা নিযুক্ত হবেন তাদের সিনিয়র লিগ্যাল কনসালট্যান্টকে মাসে ৪০০০০ টাকা এবং জুনিয়র লিগেল লিগ্যাল কনসালট্যান্টকে মাসে ৩০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এছাড়াও থাকবে অন্যান্য বিভিন্ন সুবিধা।

এই দুই শূন্য পদে নিয়োগের জন্য যে সকল চাকরি প্রার্থীরা আবেদন করবেন তাদের যেকোনো স্বীকৃত একটি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক হতে হবে। এর পাশাপাশি আবেদনকারীদের ফৌজদারি মামলা এবং পরিষেবা সংক্রান্ত মামলা সামলানোর জন্য অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে সিনিয়র লিগ্যাল কনসালট্যান্টের ১০ বছর এবং জুনিয়র লিগ্যাল কনসালট্যান্টের ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Advertisements