SIP for Children: সন্তানের ২১ বছর হলেই হবে টাকার বৃষ্টি! এই প্ল্যানে হতে পারে ২ কোটির মালিক

Prosun Kanti Das

Published on:

Advertisements

Investing in SIP will definitely make your children a millionaire in 21 years: বর্তমান দ্রব্যমূল্যের বাজারে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের যেমন দাম বেড়েছে, তেমন শিশুকে সঠিক শিক্ষা দিতে গেলে খরচও করতে হবে প্রচুর। শিশুর ভবিষ্যৎকে সুরক্ষিত করতে গেলে এখন থেকে চিন্তা করুন সঞ্চয় করার। আর তা যদি না করেন তাহলে কিন্তু বিপদে পড়তে হবে আপনাকে। আপনার শিশুর জন্য যাতে আগাম বিনিয়োগ করতে পারেন তার জন্য একটি দুর্দান্ত অফার (SIP for Children) সম্পর্কে আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে।

Advertisements

আপনি যদি শিশুর জন্য এই এসআইপিটি (SIP for Children) করতে চান তাহলে আপনার শিশুর যখন ২১ বছর বয়স হবে তখন আপনি পাবেন কোটি টাকা। সদ্য বিবাহিত দম্পতিরা সন্তান জন্মানোর পর থেকেই যদি এই বিনিয়োগ করা শুরু করেন তাহলে একুশ বছর বাদে ভালো রিটার্ন পাবেন। আপনার বিনিয়োগের অর্থ দাঁড়াবে দু কোটিরও বেশি। শিশুর উচ্চশিক্ষার জন্য আর আপনাকে ভাবতে হবে না। চলুন জেনে নিই কিভাবে সম্ভব এটি?

Advertisements

সন্তানকে যদি কোটি টাকার মালিক করতে চান তাহলে প্রতি মাসে আপনাকে জমাতে হবে ১০ হাজার টাকা। এর মাধ্যমে আপনি ২১ বছরে সন্তানের নামে ২৫.২০ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারবেন। আপনি SIP-এ (SIP for Children) ১৬ শতাংশ রিটার্ন পাবেন এবং বিনিয়োগের ২১ বছর পূর্ণ হলে আপনার কাছে ২.০৬ কোটি টাকা থাকবে।

Advertisements

এর অর্থ হলো আপনি যদি নিজের সন্তানের নামে মোট ২৫.২০ লক্ষ টাকা জমা করেন ২১ বছরে আপনার ১.৮১ কোটি টাকা আয় হবে। এছাড়া সন্তানের বয়স যদি ২১ বছর পূর্ণ হলে আপনি সেই টাকা তার উচ্চশিক্ষা, বিয়ে কিংবা অন্যান্য খাতে ব্যয় করতে পারেন। এই বিশেষ অফার নিয়ে এসেছে ICICI প্রুডেনশিয়াল মাল্টি অ্যাসেট ফান্ড (SIP for Children), যা সত্যি ২১ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।

কিন্তু বিনিয়োগের পর আপনি যদি ১৬ শতাংশের পরিবর্তে ১২ শতাংশ সুদ পান তাহলে কত রিটার্ন পাবেন? সে ক্ষেত্রেও কিন্তু আপনি বিনিয়োগ করে ঠকবেন না। সে ক্ষেত্রেও আপনার সন্তান ভবিষ্যতে অবশ্যই কোটিপতি হবে। কারণ সেক্ষেত্রে ২৫.২০ লক্ষ টাকা বিনিয়োগে ৮৮.৬৬ লক্ষ টাকা রিটার্ন হবে। ফলে মোট সঞ্চয়ের পরিমাণ হবে ১.১৩ কোটি টাকা। তাই সন্তানের ভালোর জন্য অবশ্যই এই সিদ্ধান্তটি আপনাকে নিতেই হবে।

Advertisements