Advertisements

ক্রিকেট বিশ্বকাপের মাঝেই বিশ্বরেকর্ড! ৬ বলে ৬ উইকেট, ডবল হ্যাটট্রিক গড়লেন এই বোলার

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2023) এখন অন্তিম পর্যায়ে চলে এসেছে। এখন শুধু একটি খেলা বাকি আর সেই খেলাটি হল ফাইনাল। রবিবার টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ফাইনালে নামবে অস্ট্রেলিয়া। এবারের এই ক্রিকেট বিশ্বকাপে একের পর এক নতুন নতুন রেকর্ড তৈরি হয়েছে। যার মধ্যে আবার এমন কিছু রেকর্ড রয়েছে যেগুলি কখনোই ভোলার নয়।

Advertisements

গত এক মাসের বেশি সময় ধরে চলা ক্রিকেট বিশ্বকাপে অনেক ভাঙ্গা-গড়ার খেলা এবার দেখেছে ক্রিকেট বিশ্ব। ভাঙ্গা গড়ার খেলায় সবচেয়ে বেশি যে সকল ক্রিকেটারদের নাম সামনে এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন বিরাট কোহলি। এছাড়াও এই তালিকায় রয়েছেন মহম্মদ শামি। বাকি অন্যান্য দেশের তারকাদের মধ্যে যার নাম প্রথমেই করতে হয় তিনি হলেন ম্যাক্সওয়েল। তবে জানেন কি, এই সকল নামকরা ক্রিকেট তারকাদের বাদেও ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন এক বোলার ডবল হ্যাটট্রিক করে ফেলেছেন।

Advertisements

এক ওভারে ডবল হ্যাটট্রিক অর্থাৎ ৬ বলে ৬টি উইকেট সংগ্রহ করে বিশ্ব রেকর্ড গড়েছেন ওই বোলার। এমন ঘটনাটি ঘটেছে এবারের বিশ্বকাপের বাইরে পৃথিবীর আরেক প্রান্তে। এক ওভার অর্থাৎ ৬ বলে ৬টি উইকেট নেওয়ার অনবদ্য নজির এর আগে কখনো কোন বোলার করতে পারেননি। কেউ করতে না পারলেও সম্প্রতি ওই বোলার করে দেখিয়েছেন।

Advertisements

তবে এমন অনবদ্য নজির আন্তর্জাতিক ক্রিকেটে সম্ভব হয়নি। এমনটা সম্ভব হয়েছে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগে। অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট প্রিমিয়ার লিগে এমন ঘটনাটি ঘটেছে। ওই লিগে সারফাস প্যারাডাইজের বিরুদ্ধে মুদগিরাবারের খেলায় এমন অবিশ্বাস্য রেকর্ড তৈরি হয়েছে। সবচেয়ে মজার বিষয় হলো প্যারাডাইজের জেতার জন্য প্রয়োজন ছিল পাঁচ রান এবং হাতে ছিল ৬ উইকেট। কিন্তু এই ম্যাচ তারা জিততে পারেনি।

কেননা শেষ ওভারে বল করতে আসেন মুদগিরাবারের অধিনায়ক গ্যারেথ মরগ্যান। তিনি বল করার সময় ওই শেষ ওভারের ৬টি বলে ৬ উইকেট নিয়ে নিজের দলকে জিতিয়ে দেন। এমন ঘটনা নিজেই বিশ্বাস করতে পারেননি মর্গ্যান এবং তিনি জানিয়েছেন, কেবলমাত্র উইকেট লক্ষ্য করে বল করে গিয়েছেন আর তাতেই ঘটে গিয়েছে এমন ঘটনা। যদিও এই ধরনের খেলায় এমন নজির আরও রয়েছে।

Advertisements