Daringbadi trip: পুরি হাজার গেছেন! কিন্তু পাশেই থাকা ‘মিনি কাশ্মীর’ কখনো দেখেছেন! শীতে আবার বরফ পড়ে!

Prosun Kanti Das

Published on:

Advertisements

Now take a trip from Daringbadi, mini Kashmir of Odisha: বেড়াতে যাওয়া তো বাঙালির নেশা। কিন্তু দীপুদা অর্থাৎ বাঙালির চির পরিচিত ঘোরার জায়গা দীঘা, পুরী এবং দার্জিলিং-এ কতবারই বা যেতে ভালো লাগে? তাই আপনিও নিশ্চয়ই বেড়াতে যাওয়ার জন্য নতুন একটি ডেস্টিনেশনের সন্ধান করছেন? আজ আপনাদের একঘেয়ে বেড়ানোর জায়গার বদলে একটি নতুনত্ব, অজানা নিরিবিলি জায়গার সন্ধান দেবো, যা ‘মিনি কাশ্মীর’ নামে পরিচিত (Daringbadi trip)। আমাদের বাংলার খুব কাছেই অর্থাৎ আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওড়িশাতে অবস্থিত এই জায়গা। এই স্থান থেকে ঘুরে এলে মন ভালো হবেই আপনার।

Advertisements

জায়গাটির নাম দারিংবাড়ি (Daringbadi trip)। তবে লোকমুখে এই জায়গাটি ওড়িশার কাশ্মীর নামেও পরিচিত। যখন খুব বেশি ঠান্ডা পড়ে তখন এই স্থানে বরফ পড়ে বলে জানা যায়। স্থানীয় মানুষদের কাছ থেকে জানা যায় শীতকালে যখন খুব ঠান্ডা পড়ে, সে সময় ভোরের দিকে এই স্থানে অল্পবিস্তর বরফ পড়ে। যদিও কাশ্মীরের মতো বরফ এখানে দেখা যায় না। তবে ঘরের কাছে যদি অল্প বরফও পাওয়া যায় তবে তা মন্দ মন্দ লাগে না। তাই অল্প বরফ নিয়েই আনন্দে মেতে থাকেন পর্যটকরা। আর স্থানীয় মানুষরা একে মিনি কাশ্মীর বা ওড়িশার কাশ্মীর বলে উল্লেখ করেন।

Advertisements

এই স্থানে যাওয়া সরাসরি কোনো ট্রেন নেই। তবে পুরী থেকে বা হাওড়া থেকে ভুবনেশ্বর যাওয়ার একাধিক ট্রেন আছে। ভুবনেশ্বর শহর থেকে দারিংবাড়ি মাত্র ২৫১ কিমি দূরে অবস্থিত। তবে প্রাইভেট গাড়ি করেও এখানে যাওয়া যায়। বেরামপুর থেকেও দারিংবাড়ি যাওয়ার গাড়ি পাওয়া যায়‌। এই স্থান থেকে মাত্র ১২০ কিলোমিটার দূরেই দারিংবাড়ি অবস্থিত। নিজস্ব প্রাইভেট গাড়ি থাকলে আরও কম সময়ে দারিংবাড়ি পৌঁছানো যায়। কাছাকাছি অবস্থিত হওয়ার কারণে যাওয়া ও আসাতে খরচও খুব বেশি হয় না।

Advertisements

বর্তমানে অনলাইনের মাধ্যমে দারিংবাড়ি যাওয়ার একাধিক ট্যু্র প্যাকেজ (Daringbadi trip) পাওয়া যায়। সেই প্যাকেজের মাধ্যমে গেলে এখানে থাকা খাওয়া নিয়ে বিশেষ চিন্তা করতে হয় না। এখানে দর্শনীয় স্থানের মধ্যে আছে ভিউ পার্ক, কথি বাগিচা, লাভার্স পয়েন্ট, পাইন ফরেস্ট, ডোকরা। এছাড়াও মডুবান্দা জলপ্রপাত, পুতুদি জলপ্রপাত, লুদু জলপ্রপাত, দুলুরি নদী, বেলঘর অভয়ারণ্য ইত্যাদি স্থানও ঘুরে আসতে পারেন। এই দর্শনীয় স্থানগুলিতে মোটামুটি সারা বছরই প্রচুর পর্যটক ভিড় করেন। তাই আপনিও হাতে অল্প দিনের ছুটি পেলে ঘুরে আসতে পারেন এই জায়গাটি থেকে।

Advertisements