The expansion of Bagdogra airport is going to start by December itself: পশ্চিমবঙ্গের উত্তর অংশে বিমান পথে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাগডোগরা বিমানবন্দরের গুরুত্ব অপরিসীম। এই বিমানবন্দরে যাত্রী পরিষেবা আরো উন্নত করার লক্ষ্যে বেশ অনেক বছর ধরে বিমানবন্দরের সম্প্রসারণ ও নাইট ফ্লাইট চালু নিয়ে কথাবার্তা চলছে। কিন্তু ধরনের জটিলতার কারণে দীর্ঘদিন কথাবার্তা চললেও এই সম্প্রসারণের কাজটি শুরু করা সম্ভব হচ্ছিল না। তবে অবশেষে এই বিষয়ে আশার আলো দেখা গেছে। জানা গেছে খুব শীঘ্রই শুরু হবে বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণ এর কাজ (Bagdogra airport expansion) ।
জানা গেছে এই বিমানবন্দরের সম্প্রসারণ ঘটলে (Bagdogra airport expansion) এখানে আরো বেশি সংখ্যক বিমান ওঠানামা করতে পারবে। ফলে যাত্রীরা নানাভাবে উপকৃত হবেন। এছাড়াও বিমানবন্দর সম্প্রসারিত হলে বিদেশ থেকে সরাসরি আরো বেশি বিমান দৈনিক এখানে আসতে পারবে। এমনিতেই অবস্থানগত কারণের জন্য এই বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কাছেই আছে শিলিগুড়ি। আকাশপথে দার্জিলিং যেতে চাইলেও বাগডোগরা বিমানবন্দরে নেমে গাড়িতে করে যেতে হয়। সেক্ষেত্রে এই বাগডোগরা বিমানবন্দরটির সম্প্রসারণ করা হলে পর্যটনের ক্ষেত্রেও এটি অত্যন্ত উপযোগী হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।
ইতিমধ্যে বিমানবন্দর সম্প্রসারণের এই কাজটি শুরু করার জন্য দেশের তিনটি বড় সংস্থা এই বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে। সব পরিস্থিতি ঠিক থাকলে এবছর ডিসেম্বরেই ভূমি পুজো করার ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলে জানা গেছে। তবে কোন সংস্থা এই কাজের দায়িত্ব পাবে তা নিয়ে এখনও বিস্তারিত কোনো তথ্য জানা যায়নি। তবে এই কাজের দায়িত্ব পেতে গেলে তাদের কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে বলে সূত্র মারফত জানা গেছে। আপাতত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ২০২৪ সালের শুরু থেকেই এই বিমানবন্দর সম্প্রসারণের কাজ শুরু হবে এবং ২০২৬ সালের পুজোর আগে এই বিমানবন্দরের সম্প্রসারণের কাজ শেষ করা হবে।
জানা গেছে মোট ১০৪ একরের মতো জমি অধিগ্রহণ ও সমীক্ষা ইতিমধ্যে করা হয়েছে। গত সেপ্টেম্বর মাসে ৯৫০.৪৫ কোটির টেন্ডার ডাকা হয়েছিল। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রক এই বিমানবন্দরের সম্প্রাসারণ ও আধুনিকীকরণের জন্য মোট ১৮৮৪ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রথম পর্যায়ের জন্য ৯৫০.৪৫ কোটি টাকা বরাদ্দের টেন্ডার করা হয়েছে। পরবর্তী পর্যায়গুলির জন্য ধাপে আরো কাজ করা হবে। অত্যাধুনিক পরিকাঠামোর সাহায্যে প্রায় ১ লক্ষ বর্গ মিটার এলাকাজুড়ে এই নতুন টার্মিনাল ভবন (Bagdogra airport expansion) নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।