Enjoy Mahendragiri Hill trip at a low cost in this place: ঘুরতে যেতে কেনা পছন্দ করেন, বিশেষ করে বাঙালি জাতি এমনিতেই হুজুগে। সুযোগ পেলেই বেরিয়ে পড়ে অচেনাকে চেনা এবং অজানাকে জানার উদ্দেশ্যে। আমাদের মধ্যে কেউ পছন্দ করে পাহাড় আবার কেউ পছন্দ করে সমুদ্র কিংবা জঙ্গল। ভ্রমনপ্রিয় মানুষ কখনোই একনাগারে ঘরে আটকা থাকতে পারে না। বাড়িতে থাকা আর জেলে থাকা তাদের কাছে সমান। প্রতিবছরই তারা পরিকল্পনা করে দূরে কিংবা কাছে কোথাও গিয়ে সারাবছরের ক্লান্তি ঘোচাতে। উত্তরবঙ্গই হোক কিংবা কলকাতার কাছের কোন সুন্দর জায়গা বাঙালি সবসময় ঘোরার জন্য এগিয়ে থাকে।
আপনিও নিশ্চয়ই ঘুরতে যেতে পছন্দ করেন? প্রতিবছরই কি দূরে কিংবা কাছে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকেন? আজকের এই প্রতিবেদনটা যদি মন দিয়ে পড়েন তাহলেই বিস্তারিতভাবে অনেক কিছু জানতে পারবেন। যারা ঘুরতে ভালবাসেন তাদের তালিকাতে উত্তরবঙ্গের নাম অবশ্যই থাকবে। দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, সিকিম এইসব জায়গা বাদ দিয়ে এবার ঘুরে আসুন কলকাতার কাছাকাছি এই সুন্দর শৈল শহর থেকে। খরচ হবে খুবই সামান্য, কিন্তু এখানকার প্রাকৃতিক সৌন্দর্য মুগ্ধ করবে আপনাকে।
কলকাতার কাছের এই শৈল শহরে গেলে আপনি একসঙ্গে পাবেন পাহাড়, ঝর্ণা এবং জঙ্গলের আনন্দ। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই জায়গাটির নাম হলো ওড়িশার মহেন্দ্রগিরি (Mahendragiri Hill)। ওড়িশা বলতে অনেকেই বোঝেন সকলের পরিচিত গোপালপুর, পুরী কিংবা চিলকা। কিন্তু চিরাচরিত জায়গা থেকে এটি একেবারেই আলাদা। বহু পর্যটক আছেন যারা নির্জন এবং শান্ত পরিবেশ পছন্দ করেন তাদের জন্য এই অফবিট ডেস্টিনেশন একেবারে আদর্শ। এখানে একবার গেলে এর প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে পড়ে যাবেন আপনিও। উত্তরবঙ্গ (North bengal trip) না গিয়ে একবার ঘুরে আসুন এই জায়গা থেকে।
কিসের আকর্ষণে পর্যটকরা এখানে ছুটে আসে বারবার? এখানে একবার গেলে দেখতে পাবেন সবুজে ঘেরা পাহাড় এবং জলপ্রপাতের অতুলনীয় সৌন্দর্য। এখানকার মাকাডারিয়া জলপ্রপাত খুবই জনপ্রিয় এবং এর পাশাপাশি রয়েছে মহেন্দ্র তনয়া নদী। যারা নদীপ্রেমী পর্যটক তাদের পক্ষে মহেন্দ্রগিরি একটি আদর্শ জায়গা। মহেন্দ্রগিরি (Mahendragiri Hill) পাহাড় থেকে নেমে এসেছে এই নদীটি। শুধু উত্তরবঙ্গেই নয় ওড়িশার এই জায়গাটিতে গেলেও বিভিন্ন নদী এবং জলপ্রপাতের সৌন্দর্য দেখতে পাবেন।
এখানে রয়েছে একটি জনপ্রিয় মন্দির যেখানে কুন্তী পূজা করা হয়। তাই মন্দিরটির নাম হল কুন্তী মন্দির। এই মন্দিরের কাছাকাছি অবস্থিত আরো একটি মন্দির যা যুধিষ্ঠিরের মন্দির এবং এটি পরিচিত শিব মন্দির হিসাবেই। সূত্র থেকে জানা যায় যে এই মন্দিরটি প্রায় ৪০০ বছরের পুরনো।