নিজস্ব প্রতিবেদন : প্রতিদিন দেশের প্রায় এক কোটি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় কেবলমাত্র রেল পরিষেবার ওপর ভর করেই যাতায়াত করে থাকেন। রেল পরিষেবার ওপর সাধারণ মানুষদের এমন ব্যাপক নির্ভরশীলতার কারণেই আজ ভারতীয় রেল (Indian Railways) হয়ে উঠেছে গণপরিবহনের লাইফ লাইন। সাধারণ যাত্রীরা যেমন ট্রেনের উপর নির্ভরশীল ঠিক সেই রকমই রেলের তরফ থেকেও এই পরিষেবাকে আরও উন্নত থেকে উন্নততর করার চেষ্টা চালানো হচ্ছে।
ভারতীয় রেলের তরফ থেকে রেল পরিষেবাকে আরও উন্নত করার জন্য একদিকে যেমন ব্রিটিশ আমলের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা রেলস্টেশনগুলিকে নতুন করে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে তোলার কাজ করা হচ্ছে, ঠিক সেই রকমই দেশের রেল ট্র্যাকে নামানো হচ্ছে বন্দে ভারতের (Vande Bharat Express) মত নতুন নতুন ট্রেন। এখন দিনরাত চর্চায় এইসব নতুন নতুন ট্রেন।
ভারতে এই মুহূর্তে যে সকল ট্রেন সব থেকে বেশি চর্চায় রয়েছে তার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস অন্যতম। তবে এই ট্রেনটি এখনো পর্যন্ত যে সকল রুটে চালানো হয় তার অধিকাংশ রুট থাকে দিনের বেলায় অথবা খুব বেশি রাত নয়। কিন্তু এবার এইসব গল্প শেষ হতে চলেছে। কেননা এবার রেলের তরফ থেকে মাঝ রাতেও বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের তরফ থেকে প্রথমবারের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই জানা যাচ্ছে। অতিরিক্ত যাত্রীদের ভিড় কমানোর জন্য রেলের তরফ থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। রেলের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণ রেলওয়ে ডিভিশনে ২১ নভেম্বর অর্থাৎ মঙ্গলবার মাঝ রাতেও বন্দে ভারত এক্সপ্রেস চালানো হবে। তবে একদিনই মাঝ রাতে বন্দে ভারত চালানো হবে বলে জানা যাচ্ছে।
২১ নভেম্বর তামিলনাড়ু এবং কর্ণাটকের রাজধানী শহরগুলির মধ্যে মাঝরাতে বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনটি ২১ নভেম্বর রাত ১১টায় তামিলনাড়ুর চেন্নাই থেকে ছাড়বে এবং বুধবার অর্থাৎ ২২ নভেম্বর ভোর সাড়ে চারটেয় কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে পৌঁছাবে। মাঝরাতে সাড়ে ৫ ঘন্টা সফর করে ট্রেনটি গন্তব্যে পৌঁছাবে।