Wifi must be installed in this way to get internet in every corner of the house: বর্তমানে আমাদের দৈনন্দিন জীবনে ইন্টারনেটের প্রয়োজনীয়তা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। অধিক স্পিড যুক্ত আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করতে তাই অনেকে ওয়াইফাই কানেকশন (Wifi) গ্রহণ করে থাকেন। অন্যান্য সমস্ত ইন্টারনেট কানেকশনের থেকে ওয়াইফাই স্বাভাবিক ভাবেই অনেক বেশি স্পিডে ইন্টারনেট গ্রাহকদের দিয়ে থাকে। তবে অনেক সময় গ্রাহকদের তরফ থেকে অভিযোগ শোনা যায় ওয়াইফাই ইন্টারনেটের স্পিড সংক্রান্ত বিষয় নিয়ে। অনেকেই অভিযোগ করেন বাড়িতে ওয়াইফাই কানেকশন গ্রহণ করলেও বাড়ির এক এক জায়গায় ইন্টারনেট স্পিড এক এক রকম হয়।
স্বাভাবিক ভাবেই দেখা যায় যে জায়গায় ওয়াইফাই এর রাউটারটি থাকে সেখানে কাজ করলে ওয়াইফাই (Wifi) এর যে দ্রুত সিগনাল পাওয়া যায়, রাউটারের স্থান থেকে কিছুটা দূরে গিয়ে কাজ করলে সেই পরিমাণ সিগনাল পাওয়া যায় না। এই কারণে যে স্থানে রাউটার রাখা আছে তার থেকে দূরে বাড়ির অন্য কোথাও গেলেই ইন্টারনেটের স্পিড কমে যায়। তবে বিশেষ কয়েকটি উপায় অবলম্বন করলে বাড়ির যে কোনো প্রান্ত থেকেই অতি দ্রুত ইন্টারনেট পরিষেবা লাভ করা সম্ভব হয়। জেনে নিন বিশেষ সেই পদ্ধতি গুলি কি কি।
১) বাড়িতে ওয়াইফাই (Wifi) কানেকশন গ্রহণ করলে ওয়াইফাই এর রাউটারটি বাড়ির কেন্দ্রীয় স্থানে সব সময় স্থাপন করা উচিত। বাড়ির কেন্দ্রীয় স্থানে রাউটার অবস্থান করলে তা সারা বাড়িতে সর্বোচ্চ পরিমাণ ইন্টারনেট কভারেজ দিতে সক্ষম হবে।
২) ওয়াইফাই কানেকশনের রাউটারটি সব সময় উঁচু স্থানে রেখে দেওয়া উচিত। শুধু তাই নয় রাউটারের কার্যকারিতাকে যথাযথ রাখতে এটিকে সব সময় খোলা রাখতে হবে। রাউটারের উপরিভাগে কোনো ঢাকা দিয়ে রাখা যাবে না।
৩) রাউটারে সব সময় ওয়াইফাই চ্যানেল অ্যাডজাস্ট করে রাখলে এবং সিকিউরিটি ফিচার এনেবল করে রাখলে সারা বাড়িতে ওয়াইফাই এর সর্বোচ্চ সিগনাল পাওয়া সম্ভব।
আরও পড়ুন ? Mobile Data: আর এত সহজে শেষ হবে না মোবাইল ডেটা! মেনে চলুন এই ৪ টিপস
৪) ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার বা মেশ ওয়াইফাই সিস্টেম কিনে তা বাড়িতে লাগিয়ে রাখলে পুরো বাড়িতে ওয়াইফাই (Wifi) নেটওয়ার্কের কভারেজ বাড়ানো সম্ভব হয়।
৫) বাড়িতে থাকা ওয়াইফাই সিগন্যাল বাড়ির সব জায়গায় ঠিক ভাবে পেতে একটি ওয়াইফাই রিপিটার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি রাউটার রাখার স্থান থেকে বাড়ির বাকি অংশেও ওয়াইফাই এর সিগন্যাল পৌঁছে দেয়।
৬) অনেক সময় ইন্টারনেট পরিষেবার জন্য ব্যবহৃত রাউটারটি দীর্ঘদিনের পুরনো হওয়ার কারণে এর কার্যক্ষমতা কমে যায়। এই কারণে সেই রাউটার ইন্টারনেটের ভালো কভারেজ সারা বাড়িতে ছড়িয়ে দিতে পারে না। তাই দীর্ঘদিনের পুরনো রাউটারটিকে বাতিল করে ভালো রেঞ্জ যুক্ত নতুন রাউটার কিনে আনলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।