Royal Enfield’s new bike will run on ethanol: একদিকে যেমন পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির কারণে বহু সাধারণ মধ্যবিত্ত মানুষ গাড়ি কেনার ইচ্ছা থাকলেও নিজের ইচ্ছাকে অবদমিত করে রাখছেন অন্যদিকে তেমন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও চেষ্টা চালিয়ে যাচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি সহ নতুন গাড়ি নির্মাণ করে মধ্যবিত্ত মানুষের দৃষ্টি আকর্ষণ করতে। পাশাপাশি আবার সারা বিশ্ব জুড়ে বায়ু দূষণের প্রভাব কমাতেও তৎপর হয়ে উঠেছে বহু সংস্থা। এই সমস্ত একাধিক দিক গুলি মাথায় রেখে আগেই গাড়ির বাজারে ইথানল চালিত চার চাকা গাড়ি এনেছে টয়োটা। আর এবার বাইকের এবার বাইকের বাজারে ফ্লেক্স ফুয়েল মোটর সাইকেল আনল বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক সংস্থা রয়্যাল এনফিল্ড (Royal Enfield Classic 350)।
রয়্যাল এনফিল্ড এর তরফ থেকে বর্তমানে দেশের জনপ্রিয় মোটর সাইকেল ক্লাসিক 350 (Royal Enfield Classic 350) এর ইথানল এডিশন লঞ্চ করা হয়েছে। লঞ্চ হওয়া এই বাইকের এডিসনটিতে ৮৫% পর্যন্ত ইথানল দ্বারা চালানো সম্ভব হবে। ১লা ফেব্রুয়ারি থেকে দিল্লির প্রগতি ময়দানে অনুষ্ঠিত হচ্ছিল ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো ২০২৪ এর অনুষ্ঠান। এই অনুষ্ঠানেই বাইকটি লঞ্চ করেছে সংস্থা। দিল্লির ওই ময়দানেই ৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলেছিল গাড়ি ও বাইক প্রদর্শনী। সেখানেই উন্মোচিত হওয়া এই বাইকের বৈশিষ্ট্য গুলি নজর কেড়েছে বহু মানুষের।
নতুন এডিশনে এই বাইকের সমস্ত বৈশিষ্ট্য এক থাকলেও শুধুমাত্র ইঞ্জিনটি পরিবর্তন করা হয়েছে। আর এই ইঞ্জিন পরিবর্তনের মাঝেই রয়েছে চমক। পেট্রল এবং ইথানলের সংমিশ্রণে দৌড়বে এই বাইকটি। এতে রয়েছে ৩৪৯ সিসি এয়ার কুল্ড সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। এই উন্নত মানের ইঞ্জিনটি সর্বোচ্চ ২০.২ হর্সপাওয়ার এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। সেই সঙ্গে এই বাইকে দেওয়া হয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। ইথানল চালিত রয়্যাল এনফিল্ড (Royal Enfield Classic 350) এর এই বাইকটি যাতে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ করে তাই বিশেষ চমক আনা হয়েছে এর ডিজাইন ও রং এ। বাইকের ফুয়েল ট্যাংকে রয়েছে সবুজ এবং লাল পেইন্ট ফিনিশ। স্বাভাবিক ভাবেই এটি রেগুলার ক্লাসিক মডেলের থেকে আলাদা হয়ে উঠেছে রঙের বৈশিষ্ট্যের জন্যও।
আরও পড়ুন ? Royal Enfield Electric Bike: ইলেকট্রনিক বাইকের দুনিয়াতে পা রাখল রয়্যাল এনফিল্ড, এবার শুরু খেল
বর্তমানে এক্স শোরুম হিসাবে ভারতে এই বাইকের দাম ১.৯৩ লাখ থেকে ২.২৫ লাখ টাকা। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে এই বাইক ক্রেতাদের জ্বালানির খরচ অনেকটাই কমিয়ে দেবে। কারণ বর্তমানে আমাদের দেশে প্রতি লিটার ইথানলের দাম চলছে ৬৫.৬০ টাকা। এই দাম বর্তমানে পেট্রোলের মূল্যের থেকেও প্রায় ৪০ টাকা কম। তাই সংস্থার দাবি অনুসারে যদি সত্যিই এই বাইকটি ইথানলে চলে তবে সেক্ষেত্রে ক্রেতাদের খরচ অনেক তাই কম হবে।
বর্তমানে দেশের বহু সংস্থাই ইথানলকে গাড়ির জ্বালানি হিসাবে ব্যাবহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। রয়্যাল এনফিল্ড (Royal Enfield Classic 350) এর মতো অপর এক গাড়ি প্রস্তুতকারক সংস্থা হন্ডাও ভারতের বাজারে তাদের নির্মিত E85 ফ্লেক্স ফুয়েল বাইক CB300F লঞ্চ করেছে। এই বাইক টিও ৮৪ শতাংশ ইথানল এবং ১৫ শতাংশ পেট্রলে চলতে সক্ষম। হন্ডা CB300F এ রয়েছে ২৯৩ সিসি ইঞ্জিন। আশা করা যাচ্ছে ইথানল চালিত বাইক ভারতে ব্যাবহার করা শুরু হলে ক্রেতাদের পাশাপাশি পরিবেশেরও উন্নতি হবে। এতে তেল খরচ যেমন কমবে ঠিক তেমনি জৈব জ্বালানি হওয়ার কারণে এটি পরিবেশ দূষণও কম করবে।