নিজস্ব প্রতিবেদন : বর্তমানে বিশ্বের যে সকল মেসেজিং অ্যাপ রয়েছে তাদের সঙ্গে তুলনা হয় না হোয়াটসঅ্যাপের (WhatsApp)। কেননা এই অ্যাপটির গ্রাহক সংখ্যা অন্যান্য যে কোন সমগোত্রীয় অ্যাপের গ্রাহক সংখ্যার তুলনায় অনেক বেশি। ব্যবহারের ক্ষেত্রে অনেক সুবিধা এবং নতুন নতুন ফিচার যুক্ত হওয়ার কারণেই দিন দিন এই অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে।
WhatsApp-এর বিবর্তনের দিকে যদি নজর রাখা যায় তাহলে দেখা যাবে, জন্ম কাল থেকে এখনো পর্যন্ত যুগান্তকারী সব পরিবর্তন এসেছে জনপ্রিয় এই অ্যাপটিতে। যুগান্তকারী সব পরিবর্তনের পাশাপাশি বেড়েছে নিরাপত্তা এবং সুরক্ষা সংক্রান্ত সমস্ত বিষয়। ঠিক সেই রকমই এবার WhatsApp এমন একটি ফিচার (WhatsApp New Feature) আনতে চলেছে, যার মাধ্যমে আর একটি কাজ করা যাবে না, যেটি বর্তমানে অনেকেই করে থাকেন।
একসময় WhatsApp ব্যবহারকারীদের প্রোফাইল পিকচার অনায়াসে সেভ করা গেলেও গত পাঁচ বছর আগে এই সুবিধা বন্ধ করে দেয় সংস্থা। মূলত ব্যবহারকারীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়। তবে প্রোফাইল পিকচার সেভ করার অপশন বন্ধ করে দেওয়া হলেও অনেকেই রয়েছেন যারা অন্যের WhatsApp এর প্রোফাইল পিকচার স্ক্রিনশট করে নেন। কিন্তু এবার এই বিষয়টিও বন্ধ হতে চলেছে।
সংস্থার তরফ থেকে ইতিমধ্যেই বহু ক্ষেত্রেই স্ক্রিনশট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। ভিউ ওয়ান্স অপশন চালু করার পর অনেক ব্যবহারকারী ছিলেন যারা ভিউ ওয়ানস মেসেজ অথবা ছবি, ভিডিও স্ক্রিনশট করে রেখে দিতেন। কিন্তু নিরাপত্তার খাতিরে স্ক্রিনশট বন্ধ করে দেওয়া হয়েছে মাস কয়েক আগে। ঠিক সেই রকমই এবার প্রোফাইল পিকচার স্ক্রিনশট করে নেওয়ার অপশনও বন্ধ হতে চলেছে দিন কয়েকের মধ্যেই।
ইতিমধ্যেই প্রোফাইল পিকচার স্ক্রিনশট করা বন্ধ হয়ে গিয়েছে হোয়াটসঅ্যাপের 2.24.4.25 বিটা সংস্করণে। আগামী কয়েকদিনের মধ্যেই এই ফিচার সমস্ত ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হয়ে যাবে বলেই সূত্রের খবর। এই ফিচার চালু হলে অন্যের ফটো সেভ করে তা ছড়িয়ে দেওয়ার মতো কার্যকলাপ অনেকাংশে বন্ধ হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। বিষয়টিকে ভালো পদক্ষেপ বলেই দাবি করছেন ব্যবহারকারীদের বড় অংশ।