Check how much interest Rate is offering on FD by Bandhan Bank: আধুনিক ভারতের আর্থিক বিনিয়োগকারী প্রকল্পগুলির মধ্যে প্রাচীনতম প্রকল্প হল ফিক্সড ডিপোজিট স্কিম। যা প্রত্যেক ব্যাঙ্কেই উপলব্ধ। তবে এই স্কিমে বিভিন্ন ব্যাঙ্ক মেয়াদ অনুযায়ী ভিন্ন ভিন্ন সুদ প্রদান করে। সেক্ষেত্রে শীর্ষে রয়েছে বন্ধন ব্যাঙ্ক। ৫০০ দিনের মেয়াদে গ্রাহকদের ফিক্সড ডিপোজিট স্কিমে চড়া সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক (Bandhan Bank FD Rate)। প্রবীণ নাগরিকরা পাচ্ছেন ৮.৩৫ শতাংশ সুদ। অপরদিকে ৭.৮৫ শতাংশ সুদ পাচ্ছেন সাধারণ নাগরিকরা। ৪৯৯ দিন, ২ বছর, ৩ বছরের মেয়াদে সুদের হার কেমন রেখেছে? জেনে নেওয়া যাক।
প্রসঙ্গত, অল্প বিনিয়োগে দীর্ঘ মেয়াদে মোটা টাকা রিটার্ন পাওয়ার অন্যতম স্কিম হল ফিক্সড ডিপোজিট স্কিম। যেখানে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট বিনিয়োগ করে ১ বছর, ২ বছর বা সর্বোচ্চ ১০ বছরের মেয়াদে ভালো টাকা রিটার্ন পাওয়া যায়। ত্রৈমাসিক বা বার্ষিক হিসেবে অ্যামাউন্টের উপর সুদ প্রদান করা হয়। সেক্ষেত্রে বন্ধন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (Bandhan Bank FD Rate) স্কিমে দারুন সুদ বৃদ্ধি করেছে। ব্যাঙ্কে যাওয়ার দরকার নেই। বন্ধন ব্যাঙ্কের FD-তে অর্থ বিনিয়োগ করতে গেলে বাড়িতে বসেই করতে পারবেন। রিটেল ইন্টারনেট ব্যাঙ্কিং বা mBandhan মোবাইল অ্যাপের মাধ্যমে FD স্কিমে অর্থ বিনিয়োগ করতে পারেন। ঝঞ্ঝাটহীন ভাবে কয়েক মিনিটের মধ্যে অনলাইনে কাজ দ্রুত সম্ভব হবে। তবে বিনিয়োগ করার আগে জেনে নিন কত দিনের মেয়াদে কেমন সুদ দেওয়া হচ্ছে।
বন্ধন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট রেট
৫০০ দিন:- বন্ধন ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিট স্কিমের মেয়াদগুলির মধ্যে ৫০০ দিনের মেয়াদে সবচেয়ে বেশি সুদ প্রদান করা হয়। সাধারণ নাগরিকদের দেওয়া হয় ৭.৮৫% সুদ এবং প্রবীণ নাগরিকরা পান ৮.৩৫%।
৪৯৯ দিন, ৫০১ দিন ২ বছর, ৩ বছর বা ৫ বছর:- ১ বছর থেকে ৪৯৯ দিন বা ৫০১ দিন সহ আপ টু ৫ বছর পর্যন্ত মেয়াদে ৭.৭৫ শতাংশ সুদ পান প্রবীণ নাগরিকরা এবং সাধারণ নাগরিকদের অ্যামাউন্টের উপর সুদ দেওয়া হয় ৭.২৫ শতাংশ হারে।
আরও পড়ুন ? Bandhan Bank: দায়িত্ব বেড়ে গেল বন্ধন ব্যাঙ্কের, এবার রাজ্য সরকারের জন্যে করবে এই কাজ
১০ বছর:- ৫.৫ বছর থেকে ১০ বছর পর্যন্ত বন্ধন ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট (Bandhan Bank FD Rate) স্কিমে প্রবীণ নাগরিকদের সুদ প্রদান করে ৬.৬০% এবং সাধারণ নাগরিকরা সুদ পাচ্ছেন ৫.৮৫% হারে।
শুধু ফিক্সড ডিপোজিট স্কিমেই নয়, বন্ধন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকরাও অ্যামাউন্টের উপর পাচ্ছেন চড়া সুদ। ১০ লাখ থেকে ২ কোটি টাকা অ্যামাউন্টের উপর দিচ্ছেন ৭ শতাংশ সুদ। ১ লাখ থেকে ১০ লাখ টাকার ব্যালেন্সে সুদ পাচ্ছেন ৬ শতাংশ এবং ১ লাখ টাকা সেভিংসের অ্যাকাউন্টে থাকলে ৩ শতাংশ সুদ দিচ্ছে বন্ধন ব্যাঙ্ক।