বিগত বছরগুলি থেকে এসির চাহিদা বেড়েই চলেছে। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা হু হু করে বাড়ছে। আগে এসি কেনা মানুষের কাছে ছিল এক বিলাসিতা। তবে যেভাবে বছরের পর বছর পারদ চড়ছে তাতে করে প্রায় প্রত্যেকের ঘরেই এখন এসি রয়েছে। বেশিরভাগ মানুষই দেড় টনের এসি ব্যবহার করেন।
কিন্তু অনেকের অজানা যে এই দেড় টনের এসি কতক্ষণ সময় পর্যন্ত চালানো উচিত বা বেশি সময় চালালে এসিতে কী কী গণ্ডগোল দেখা দিতে পারে। আসুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদনের মাধ্যমে।
আরও পড়ুন: Dog Bark: রাতে পাড়ার কুকুর কেঁদে উঠলে ভয় পান! কেন এমন করে ওরা জানেন?
ঘরের মাপ বুঝেই এসি কেনা ভালো। দেড় টনের এসি সাধারণত ১৪০ থেকে১৬০ বর্গমিটার ঘরের জন্য শ্রেয়। বেশি বড় ঘর হলে এসি ভালো ভাবে কাজ করতে পারেনা যে কারণে ঘর ঠান্ডা হতে সময়ও লাগে বেশি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ঘর ঠান্ডা রাখার জন্য টানা ৮ থেকে ১০ ঘন্টারও বেশি সময় ধরে এসি চালানো হলে এসির কম্প্রেসারের ওপর অতিরিক্ত চাপ পড়ে যার ফলে এসি খারাপ হওয়ার প্রবল সম্ভাবনা থাকে। টানা বেশকিছু ঘন্টা ধরে এসি চালালে এসির কার্যক্ষমতা কমতে শুরু করে এবং বিদ্যুতের বিলও পকেটে চাপ বাড়াতে পারে সাধারণ মানুষের। তাই দিনে ২ থেকে ৩ ঘন্টা ব্যবধানে এসি বন্ধ করে দেওয়াই ভালো।
এছাড়া এসিকে যদি ২২ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা যায় সেক্ষেত্রে বিদ্যুৎ বিল যেমন কম আসে ঠিক তেমনই এসির কম্প্রেসারের ওপর থেকে চাপ কিছুটা কমে। এসির ফিল্টার পরিষ্কার রাখা অত্যন্ত আবশ্যক যাতে এসি ঠান্ডা হওয়ার ক্ষমতা বজায় থাকে। উপরিক্ত বিষয়গুলি মাথায় রাখলেই আপনার দামী এসিটি অনেকদিন ভালো থাকবে।