Vande Bharat Express: যাত্রীদের মন ছুঁয়ে ফেলবে বন্দে ভারতের এই সুবিধা! কী সুবিধা জানেন?

যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল মন্ত্রক একের পর এক ইতিহাস গড়ে তুলছে ভারতের বুকে। এখন প্রায় সব রাজ্যের বুকেই ছুটে চলেছে বন্দে ভারত ট্রেন। আবার চলতি মাসের শেষের দিকে দেশে উদ্বোধন হওয়ার কথা হাইড্রোজেন ট্রেনের। যা নিয়ে সকলের উত্তেজনা তুঙ্গে।

সেমিহাইস্পিড বন্দে ভারতের চাহিদাও বেড়েছে সময়ের সাথে সাথে। উন্নত পরিষেবার কারণে যাত্রীদের এখন দূর দেশে ভ্রমণের ক্ষেত্রে প্রথম পছন্দ বন্দে ভারত এক্সপ্রেস। আর এবার যাত্রীদের জন্য রেলের তরফে রয়েছে এক দারুণ সুখবর। ট্রেন সফরে খেতে ভালোবাসে না এমন মানুষ কমই আছে। এবার থেকে বন্দে ভারতে মিলবে আরও নানান লোভনীয় খাবার।

আরও পড়ুন: Dhanashree Verma: চাহালের পাশে অন্য মেয়ে! দেখে শুনে ডিভোর্স না পাওয়া ধনশ্রী কি বলছেন

কী কী খাবার মিলবে যাত্রীদের জানেন?
ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার তো তালিকায় রয়েছেই। তবে এবার যাত্রীদের ট্রেন সফর আরও দুর্দান্ত করে তুলতে থাকবে আরও নানান সুস্বাদু রকমারি খাবার। প্যাকেটজাত খাবারের ব্যবস্থা ট্রেনে রাখা হয়েছে। ট্রেন সফরের মাঝে যদি মশালাদার খাবার খেতে মন চায় সেই সুবিধা রাখা হয়েছে এই ট্রেনে। যাত্রীদের কথা মাথায় রেখে আইআরসিটিসির পক্ষ থেকে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন এই উদ্যোগ গ্রহণ করেছে।

ট্রেনে যেতে যেতে মন মতো টুকিটাকি খাবারের দাবি ছিল দীর্ঘদিনের। দিন গুনছিলেন যাত্রীরা। এখন সেই অপেক্ষার অবসান ঘটবে বলেই আশা করা হচ্ছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই সুবিধাটি প্রথমে গোরক্ষপুর রুটে শুরু করা হয়েছে তবে খুব তাড়াতাড়ি মধ্যপ্রদেশের চারটি রুটে এই সুবিধা মিলবে। ভোপাল থেকে দিল্লি বন্দে ভারত, ইন্দোর নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস, ভোপাল রেওয়া বন্দে ভারত এক্সপ্রেস, খাজুরাহো নতুন দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের জন্য অর্থাৎ এই চারটি রুটে শুরু করা হবে এই সুবিধা। এর ফলে যাত্রীরা যেমন খুশি হবেন ঠিক তেমনই রেলের ব্যবসাও বাড়বে। এই সুবিধা আগামীদিনে আরও জায়গা পৌঁছে যাবে বলে মনে করা হচ্ছে।