Marriage Ideal age gap: বর্তমান দিনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হতে গেলে কেউ বয়সকে প্রাধান্য দেন না। এই যুগে বিয়ের ক্ষেত্রে এজ ইজ জাস্ট আ নাম্বার। একইভাবে স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ফারাক কতটা হওয়া উচিত তা নিয়েও কেউ তেমন আগ্রহী নন। যে যার মনের মতো পছন্দ করেন জীবনসঙ্গী
তবে চাণক্য স্বামী স্ত্রীর মধ্যে বয়সের সঠিক পার্থক্য কত হওয়া উচিত তা নিয়ে মত প্রকাশ করেছেন। প্রাচীন ভারতের মহা পণ্ডিত আচার্য চাণক্য ছিলেন সর্বশাস্ত্রজ্ঞ অর্থনীতিবিদ এবং দার্শনিক। সকল বিষয়ের ওপর তার জ্ঞান ছিল তাই তিনি আলোচনা করতে পছন্দ করতেন।
আরও পড়ুন: Vande Bharat Express: যাত্রীদের মন ছুঁয়ে ফেলবে বন্দে ভারতের এই সুবিধা! কী সুবিধা জানেন?
তিনি ছিলেন ঘোর বাস্তববাদী। বাস্তবতায় বিশ্বাস ছিল তার আর সে কারণেই আজও তার উপদেশকে সম্মান জানান সকলে। তার উপদেশগুলি একজন ব্যক্তির চলার পথে দিশা দেখাতে বাধ্য।
আচার্য চাণক্য এর নীতিশাস্ত্র থেকে ওঠে এসেছে স্বামী স্ত্রীর বয়সের সঠিক পার্থক্য এর কথা। নীতিশাস্ত্রে তিনি বলেছেন, স্বামী স্ত্রীর মধ্যে বয়সের ফারাক বেশি হওয়া উচিত নয়। বেশি বয়সের পার্থক্য মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে ক্ষতিকারক। সুখী বৈবাহিক সম্পর্কে একজন স্বামী স্ত্রীর মধ্যে মানসিকতার মিল থাকা অত্যন্ত আবশ্যক। যা তাদের সম্পর্ককে স্থায়ী রাখে।
আচার্য চাণক্য এর মতে, স্বামী স্ত্রীর বয়সের মধ্যে তিন থেকে পাঁচ বছরের ব্যবধান থাকলে মানসিকতার ক্ষেত্রে অমিল দেখা যায়না। সম্পর্কে মানসিকতার মিল থাকলে সেই সম্পর্ক মিষ্টি ও সুন্দর হয়। তাই স্বামী স্ত্রীর বয়সের ক্ষেত্রে এই পার্থক্য থাকলে তাদের জীবন হয়ে ওঠে সুখকর।