Snake: সাপের দৌরাত্ম্য বন্ধ করতে কী করণীয় জানেন? বনকর্মীরা বলছেন কার্বলিক অ্যাসিড নয়

বর্তমানে প্রায় সমস্ত এলাকায় পুরোনো বাড়ি ভেঙে তৈরি হচ্ছে নতুন ঝকঝকে ফ্ল্যাট আবাসন। আর এই বাড়ি ভাঙার ফলে সাপ খোপ সহ আরও নানান ছোট প্রাণীর উপদ্রব বাড়ছে। তারই সঙ্গে কেটে সাফ করে ফেলা হচ্ছে ঝোপঝাড় সহ বাড়তি আগাছা। যার ফলে বাড়িতে উপস্থিতি বাড়তে পারে সাপের।

সাপে ভয় পায় না এমন মানুষের সংখ্যা নেহাতই কম। সাপের গায়ের রং অনেকসময় এক হওয়ার কারণে কোন সাপ বিষধর আর কোন সাপ বিষমুক্ত তা শনাক্ত করা হয়ে ওঠে কঠিন।

আরও পড়ুন: Snake: সাপকে আকৃষ্ট করে এই পাঁচটি গাছ! বিপদের আগে সরিয়ে ফেলুন

সাপের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই জরুরী। বাড়িতে অপ্রয়োজনীয় জিনিস, টব, ইট পাথর না জমিয়ে রাখাই ভালো। গাছের গোড়া, নালা নর্দমার নোংরা জল পরিষ্কার রাখা জরুরি।

অপরদিকে পুরোনো বাড়ি ভাঙার ফলে ছুচো ইঁদুরের উপদ্রব হয় বাড়িতে। এই ইঁদুর ব্যাঙ আবার সাপের প্রিয় খাদ্য। ফলে ইঁদুরের লোভে ঘরে হানা দিতে পারে সাপ। অপরিচ্ছন্ন থালা বাসন খাবারের উচ্ছিষ্ট পরে থাকলে ইঁদুরের আনাগোনা বাড়ে বাড়িতে। তাই বাড়িতে যাতে সাপ ঢুকতে না পারে তার জন্য ইঁদুরের দৌরাত্ম্য বন্ধ করুন আগে।

অনেকেই সাপের উপস্থিতি বন্ধ করতে কার্বলিক অ্যাসিড ঘরের আশেপাশে ছড়িয়ে রাখেন। তবে এই অ্যাসিডে কোনো কাজ হয় না। বাতাসের সংস্পর্শে এই অ্যাসিডের তীব্রতা কমে যায় এছাড়া বৃষ্টিপাতের সময় তা জলে ধুয়ে বেরিয়ে যেতে পারে তাই কার্বলিক অ্যাসিড ব্যবহারের পরিবর্তে ভালোভাবে নানা নর্দমা ইত্যাদি স্থানে ব্লিচিং পাউডার ছড়িয়ে রাখুন।