বন্ধুদের কাঁধে চেপে রোজ কলেজে পাড়ি হাঁটতে না পারা যুবকের, ভাইরাল ভিডিও

নিজস্ব প্রতিবেদন : দুঃসময়ে যে বন্ধু পাশে থাকে সেই বন্ধুই হলেন প্রকৃত বন্ধু। বহু প্রাচীন এই প্রবাদ-প্রবচনকে প্রমাণ করেছে কেরল। সেখানকার একটি কলেজের এক পড়ুয়া যিনি বিশেষভাবে সক্ষম, তার প্রকৃত বন্ধুরা তাকে প্রতিদিন কলেজ যেতে সাহায্য করেন। এমন প্রকৃত বন্ধুত্বের বিরল ঘটনা সচরাচর লক্ষ্য করা যায় না।

ওই যুবক বিশেষভাবে সক্ষম হওয়ায় হাঁটাচলা করতে পারেন না। কিন্তু তা যেন তার কলেজ যাতায়াতের ক্ষেত্রে কোনো রকম বাধার সম্মুখীন না হয় সেই জন্য তার পাশে দাঁড়িয়েছেন তারই প্রকৃত বন্ধুরা। যারা প্রতিদিন তাকে কাঁধে ভর করে কলেজ নিয়ে যান এবং কলেজে পৌঁছেও কোন জায়গায় যাওয়ার প্রয়োজন হলে তারাই তার পাশে এসে দাঁড়ান।

ওই প্রতিবন্ধী যুবকের কলেজ যাওয়া এবং কলেজে তার পাশে সবসময় থেকে তার প্রকৃত বন্ধুরা কিভাবে সাহায্য করে থাকে সেই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হয়। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও আপলোড হওয়ার পর মন ভরিয়ে দিয়েছে দর্শকদের এবং সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি।

জানা গিয়েছে, কেরলের ওই কলেজ পড়ুয়া জন্ম থেকেই প্রতিবন্ধী। তার কোমরের নীচ থেকে পায়ের অংশ নেই। যে কারণে তার নিজে হাঁটাচলা করা অসম্ভব। ওই যুবকের নাম আলিফ মহম্মদ। তবে এমন প্রতিকূলতার মধ্যেও ওই যুবক থেমে যাননি। তিনি স্কুলের পঠন পাঠন শেষ করে কলেজে বিকম পড়ছেন। কেরলের কোলাম জেলায় ডিবি কলেজের ওই যুবকের এমন পরিস্থিতিতে পথচলার সঙ্গী তার বন্ধুরা।

আলিফের বন্ধুরা চান, আলিফ এই বিশেষভাবে সক্ষম যুবক হলেও তিনি যেন আর পাঁচটা ছেলেদের মতোই জীবনযাপন করতে পারেন। যে কারণে তাকে কোনোভাবেই তাঁর দুপায়ের অভাব বুঝতে দেন না তার দুই বন্ধু অর্চনা এবং আরিয়া। এছাড়াও রয়েছে অন্যান্য প্রকৃত বন্ধুরা। ভিডিওটিতে লক্ষ্য করা গিয়েছে, দু’টি মেয়ে এগিয়ে আসছে আলিফের দিকে। তারপর হাসিমুখে উঠে দাঁড়ানোর চেষ্টা করছেন আলিফ। তখনই তাঁকে দু’দিক থেকে ধরে নেয় মেয়ে দুটি।