বিয়ের আসরে বরের মুখে ‘কবুল’ শুনেই সংযম হারিয়ে আত্মহারা কনে

নিজস্ব প্রতিবেদন : বিবাহ শব্দের অর্থ হলো বিশেষরূপে বহন। একে অন্যের সঙ্গে সারা জীবন চলবার অঙ্গীকার করে বর কনে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন আর দুটো মানুষের এইভাবে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হওয়ার মধ্য দিয়ে দুটো পরিবার একত্রিত হয়।

একটি বিয়ে নিয়ে যেমন দুই পরিবারের মানুষের অনেক আশা আল্লাদ থাকে তেমনি পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে বিয়ের সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকটি মানুষ‌ই সামাজিক অনুষ্ঠানটিকে ভীষণ ভাবে উপভোগ করে থাকেন।

আর বিয়ের যারা মধ্যবিন্দু অর্থাৎ বড় কনে তাদের আনন্দ আহ্লাদের তো সীমা থাকে না। বিয়ের সাথে কত মানুষের কত স্বপ্ন, কত আশা, কত আকাঙ্ক্ষা জড়িয়ে থাকে তা বলার নয়। আর বিভিন্ন বিয়েতে বিভিন্ন রকম নিয়ম পালিত হয়। হিন্দুদের বিয়েতে যেমন শুভদৃষ্টি, সাত পাকে বাঁধা, সিঁদুর দানের মতো নিয়ম পালিত হয়। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী তেমনি বর ও কনেকে দিয়ে ‘কবুল হ্যায়’ বলানো হয়। সম্প্রতি একটি বিয়ের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভাইরাল সেই বিয়ের ভিডিওটিতে দেখা যাচ্ছে, বিয়ের আসরে বর-কনে আছেন, উপস্থিত রয়েছেন মৌলবী সাহেবও। ইসলাম ধর্মের রীতি অনুযায়ী বিয়েতে বরের সম্মতি আছে কিনা তা জানতে বরকে প্রশ্ন করেন মৌলবী। এরপর বর জানান ‘কাবুল হ্যায়’ অর্থাৎ এই বিয়েতে তিনি সম্মত! আর তারপরই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত সেই ঘটনা। যার জন্য ভিডিওটি ভাইরাল হয়ে যায় মুহূর্তের মধ্যেই‌।

ভাইরাল সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক ঘরভর্তি লোকের সামনে কনে একটি অদ্ভুত কাণ্ড ঘটিয়ে বসেন। বরের মুখ থেকে ‘কবুল হ্যায়’ শব্দটি শোনার পরই হেসে ফেলেন তিনি তারপর সকলকে চমকে দিয়ে লাফিয়ে ওঠেন এবং বরের গাল টিপে ধরেন। না চমকের এখানেই শেষ নয়, এরপর দেখা যায় এক ঘরভর্তি লোকের সামনে এবং মৌলবী সাহেবের সামনে বরকে ভালোবাসায় ভরিয়ে দেন কনে‌।

ভিডিওটিতে দেখা যায় কনের এরকম আচরণে তার একজন গুরুজন রেগে গিয়ে তাকে এরকম আচরণ করতে মানা করেন। তখন কনে নিজেকে নিয়ন্ত্রণ করে চুপ করে বসে পড়েন। বিয়ের নিয়ম আবার শুরু হয়।

[aaroporuntag]
ভিডিওটি শেয়ার হওয়ার কিছুক্ষণের মধ্যেই ১৫ হাজারের‌ও বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছিলেন। ভিডিওটি দেখে অনেকেই বলেছেন, এই ভিডিও দেখলে অনেকেই তাদের সম্পর্কের উষ্ণতা ফিরে পাবেন। অনেকে আবার বিয়ের মঞ্চে তরুণীর এহেন আচরণকে আদেখলাপনা বলে তীর্যকভাবে বিদ্ধ করেছেন।