ট্রেনে বৃদ্ধের আপন মনে গান ‘তুম হি আনা’, নজর কেড়েছে সোশ্যাল মিডিয়ায়

নিজস্ব প্রতিবেদন : সোশ্যাল মিডিয়ার দৌলতে এখন বিভিন্ন ধরনের ভিডিও ভাইরাল হতে দেখা যায়। মূলত মানুষের হাতে হাতে স্মার্টফোন, ইন্টারনেট ইত্যাদি পৌঁছে যাওয়ার কারণে এই সকল ভিডিও অনায়াসে ভাইরাল হয় সোশ্যাল মাধ্যমে। রাস্তাঘাটে যাওয়া আসার সময় ভালো কিছু দেখলেই টুক করে তা ক্যামেরাবন্দি করে নিতে দেখা যায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের। তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই আর দেখে কে।

সোশ্যাল মিডিয়ায় যে সকল ভিডিও ভাইরাল হয়ে থাকে সে সকল ভিডিওগুলির মধ্যে অধিকাংশ ভিডিও থাকে পশুপাখিদের খুনসুটি অথবা খুদেদের খুনসুটি। এছাড়াও ভাইরাল হয়ে থাকে প্রতিভাবানদের নানান ভিডিও। এর পাশাপাশি আরও বেশকিছু ভিডিও ভাইরাল হয় যেগুলি মূলত সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কাড়ার কারণেই। ঠিক সেই রকমই এবার যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেটি এক বৃদ্ধের। ভিডিওটি সোশ্যাল মিডিয়ার দর্শকদের নজর কেড়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটিতে দেখা গিয়েছে এক বৃদ্ধ একটি ট্রেনের জানলার ধারে সিটে বসে রয়েছেন। একদিকে ট্রেন চলছে আর অন্যদিকে জানালার ধারে বসে ওই বৃদ্ধ আপন মনে যে চলেছেন মারজাওয়ান ছবির ‘তুম হি আনা’ গানটি। জানলার দিকে তাকিয়ে আপন মনে তার এই গান সামনে বসে থাকা কোন এক ব্যক্তির হৃদয় কেড়ে নেয় এবং তিনি তা ক্যামেরাবন্দি করেন।

ভাইরাল হওয়া ওই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি যিনি আপলোড করেছেন তিনি লিখেছেন, ট্রেনটি তার গন্তব্যের দিকে যাওয়ার সময় ট্রেনে এই গানটি বাজছিল। গানটি শুনতে পেয়ে জানলার ধারে বসে থাকা ওই বৃদ্ধ আপন মনে এই গানটি গাইতে শুরু করেন।

https://twitter.com/Gulzar_sahab/status/1601221623000207360?t=vPL0-_4NJy7hTjVkdWNLiw&s=19

তবে এই ভিডিওটি ঠিক কোন ট্রেনে তোলা হয়েছে অথবা কোথায় তা সম্পর্কে জানা যায়নি। তবে দর্শকদের মধ্যে থাকা একজন লিখেছেন, ওই বৃদ্ধকে নাকি তিনি ভাপি রেলওয়ে স্টেশনে দেখেছেন। পাশাপাশি তিনি আরও দাবী করেছেন, ওই বৃদ্ধ নাকি বিভিন্ন জায়গা যাওয়ার সময় নিজের মিউজিক প্লেয়ারে গান বাজান এবং নিজে আপন মনে গান গেয়ে থাকেন।