Gujrat Businessman: ভোগ নয়, ত্যাগেই আসল সুখ! এই দম্পতি ২০০ কোটি টাকার সম্পত্তি বিলিয়ে হয়ে গেলেন সন্ন্যাসী

Gujrat Businessman: নিজেদের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়ে সন্ন্যাসী হলেন এক ভারতীয় ধনকুবের। লোভ লালসার মায়া ত্যাগ করে বেছে নিলেন ত্যাগের পথ। ২ বছর আগে ২০২২ সালে তাদের ২ সন্তান সন্যাস গ্রহণ করেছিল। ২ বছর পর ২০২৪ সালে একই পথে হাঁটলেন বাবা-মা। ২০০ কোটি টাকার সম্পত্তি দান করে দিলেন এক আশ্রমকে। সন্ন্যাস নেওয়ার পর জীবনধারণের জন্য ভিক্ষাকেই জীবিকা হিসেবে বেছে নিলেন গুজরাটের এক ব্যবসায়ী (Gujrat Businessman) দম্পতি।

কথা বলছি, হিম্মত নগরের বাসিন্দা ভবেশ ভান্ডারী নামের এক ব্যবসায়ী কে নিয়ে। তাঁর ব্যবসা ছিল নির্মাণ কাজ সম্পর্কিত। সবমিলিয়ে মোট ২০০ কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন এই ভারতীয় ধনকুবের। তাঁর দুটি সন্তান ১৯ বছর বয়সী একটি মেয়ে এবং ১৬ বছর বয়সী একটি ছেলে। ২০২২ সালে সংসারের সমস্ত মায়া ত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন তার ২ সন্তানই। ২০২৪-এ সন্তানের দেখানো পথেই এগোলেন ব্যবসায়ী। সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন গুজরাটের এই জৈন ধর্মালম্বী ব্যবসায়ী (Gujrat Businessman) দম্পতি।

নিজের সমস্ত সম্পত্তি আশ্রমকে দান করে সুখ স্বাচ্ছন্দ থেকে বেরিয়ে এসেছেন তাঁরা। সংসারের সমস্ত মোহ, মায়া, লোভ-লালসা ছেড়ে ত্যাগের পথ বেছে নিয়েছেন গুজরাটের এই ব্যবসায়ী দম্পতি (Gujrat Businessman)। ফেব্রুয়ারি মাসেই নিজেদের সমস্ত সম্পত্তি দান করার প্রক্রিয়া সুসম্পন্ন করেছেন তাঁরা। তারপর থেকেই বেছে নিয়েছেন ত্যাগের জীবন। খুব শীঘ্রই সন্ন্যাস গ্রহণের শপথ গ্রহণ করতে চলেছেন এই দম্পতি।

আরও পড়ুন 👉 Loan EMI: মাথায় হাত গ্রাহকদের! এই ব্যাঙ্কের গ্রাহকদের এবার ঋণের উপর গুণতে হবে বেশি টাকা

জৈন ধর্মাবলম্বীদের সন্ন্যাস গ্রহণের পদ্ধতিটি বেশ আকর্ষণীয়। নেট দুনিয়ায় এই সংক্রান্ত বেশ কিছু ভিডিও ভাইরাল হয়ে রয়েছে। সম্প্রতি জৈন ধর্মাবলম্বী গুজরাটি দম্পতির (Gujrat Businessman) সন্ন্যাস গ্রহণের পথে এগিয়ে যাওয়ার ভিডিও বেশ ভাইরাল হয়েছে। কিছুদিন আগেই আনুষ্ঠানিকভাবে নিজেদের সমস্ত সম্পত্তি বিলিয়ে দিয়েছেন এই দম্পতি। রাজকীয় সাজ পোশাকে ৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন রথে চেপে। আগামী ২২ শে এপ্রিল সন্ন্যাস হবার শপথ গ্রহণ করবেন তাঁরা। তার পর থেকেই শুরু হবে কৃচ্ছ সাধনের জীবন।

জৈন ধর্মালম্বীদের সন্ন্যাস নেবার প্রথম শর্ত হল, নিজের নামে কোনরকম সম্পত্তি রাখা যাবে না। তাই সমস্ত সম্পত্তি সাধারণের মাঝে বিলিয়ে দিতে হবে তাদের। এরপর থেকে তাদের সঙ্গী হবে মাত্র দুটি সাদা পোশাক, ভিক্ষার পাত্র ও রাজ হরন। কোথাও বসার আগে রাজ হরন নামক এই সাদা রঙের ঝাঁটা জাতীয় জিনিস দিয়ে জায়গাটির পোকামাকড় সব দূর করে পরিষ্কার করে নেন জৈন সন্ন্যাসীরা। ভিক্ষার অন্নেই জীবন অতিবাহিত করেন তাঁরা। একই নিয়ম অনুসরণ করে খালি পায়ে সারা দেশ ভ্রমণ করে ভিক্ষাবৃত্তির মধ্যে দিয়ে জীবন কাটাবেন ভবেশ ও তাঁর স্ত্রী।